পঞ্জাবে বরাবরই বিতর্কের ভরকেন্দ্রে থাকেন নভজোত সিং সিধু। এর আগে তৎকালীন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে নিশানা করতেন তিনি। এবার সিধুর নিশানায় পঞ্চাবের বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। চন্ডীগড়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানিয়েছেন, যেদিন নতুন অ্যাডভোকেট জেনারেল নিয়োজিত হবেন, সেদিন আমি পঞ্জাব কংগ্রেসের অফিসে যাব। যেদিন নতুন ডিজিপির প্যানেল আসবে, সেদিন আমি পঞ্জাবের কংগ্রেস অফিসে যাব। এটা কোনও ইগোর ব্যাপার নয়। দুটি গুরুত্বপূর্ণ মামলায় লক্ষ্যে পৌঁছনোর জন্য এই নিয়োগ দরকার। জানিয়েছেন নভোজিৎ সিং সিধু।
২০১৫ সালের মামলার পরিপ্রেক্ষিতে সিধুর দাবি, এটা পঞ্চাবের সাধারণ মানুষের দাবি। আমি বার বার করে বলছি গত ৫০ দিনে অপবিত্রকরণের ওই মামলায় সরকার কী করেছে সেটা সামনে আনা হোক। এরপরই তাঁর তীব্র কটাক্ষ, তিনটি স্পেশাল ইনেভেসটিগেশন টিম হয়েছে, সাতটি এফআইআর হয়েছে, দুটি কমিশন বসেছে, ৬টি বছর পেরিয়ে গিয়েছে, শেষ পর্যন্ত ওই অফিসারদেরই আপনি খুঁজে পেলেন ?আপনি যদি স্পেশাল টাস্ক ফোর্সের রিপোর্টকে জনসমক্ষে আনতে না পারেন তবে সেটা কংগ্রেসের উপর ছেড়ে দিন। আমি এটা বুঝে নেব। সিধুর সাফ কথা, আমি কারোর ভুল কাজের অংশীদার হতে পারব না। কার্যত এভাবে পঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন নভোজৎ সিং সিধু।