বাংলা নিউজ > ঘরে বাইরে > Singapore Decriminalises Homosexuality: ঔপনিবেশিক আইন বাতিল, সমকামিতাকে বৈধতা দিল এশিয়ার এই দেশ

Singapore Decriminalises Homosexuality: ঔপনিবেশিক আইন বাতিল, সমকামিতাকে বৈধতা দিল এশিয়ার এই দেশ

 পুরুষের সমকামিতাকে বৈধতা দিল সিঙ্গাপুর। ছবিটি প্রতীকী (AP)

১৯৬৫ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা পেয়েছিল সিঙ্গাপুর। তবে এর পর থেকে ঔপনিবেশিক এই আইনে কোনও পরিবর্তন আনা হয়। তবে সিঙ্গাপুরে সমকামীরা প্রকাশ্যে আন্দোলন শুরু করেছিলেন। পুরুষ যুগলদের একটি নাইটক্লাবও খুলেছে সিঙ্গাপুরে।

পুরুষের সমকামিতাকে বৈধতা দিল সিঙ্গাপুর। ব্রিটিশ জমানার ৩৭৭ (এ) ধারাকে বাতিল ককে পুরুষদের সমকামিতাকে আইনি স্বীকৃতি দিল সিঙ্গাপুর সরকার। দেশের প্রধামন্ত্রী লি সেন লুং সমাকামিতাকে বৈধতা দেওয়া প্রসঙ্গে জাতির উদ্দেশে বলেন, ‘আমি বিশ্বাস করি এটা একদমই সঠিক সিদ্ধান্ত। অধিকাংশ সিঙ্গাপুরবাসী এই সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আশা করছি।’ (আরও পড়ুন: দেশের ৮০ কোটি মানুষের জন্য বড় খবর! ফ্রি রেশন নিয়ে নয়া সিদ্ধান্তের পথে কেন্দ্র)

এর আগে ভারত, তাইওয়ান, থাইল্যান্ডে সমকামকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এবার আরও একটি এশিয়ান দেশ হিসেবে সিঙ্গাপুর এই যুগান্তকারী সিদ্ধান্ত নিল সিঙ্গাপুর। ১৯৬৫ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা পেয়েছিল সিঙ্গাপুর। তবে এর পর থেকে ঔপনিবেশিক এই আইনে কোনও পরিবর্তন আনা হয়। তবে সিঙ্গাপুরে সমকামীরা প্রকাশ্যে আন্দোলন শুরু করেছিলেন। পুরুষ যুগলদের একটি নাইটক্লাবও খুলেছে সিঙ্গাপুরে।

আরও পড়ুন: ED-র ক্ষমতার পক্ষে দেওয়া সুপ্রিম কোর্টের PMLA রায়কে চ্যালেঞ্জ, দাখিল রিভিউ পিটিশন

সামাজিক পরিবর্তন এবং উদার মানসিকতার ফলে সমকাম বিরোধী আইনকে নিষিদ্ধ করার জন্য সরকারের উপর চাপ বাড়াচ্ছিল বিভিন্ন সংগঠন। পুরুষ সমকামিতাকে সরকারি বৈধতা দেওয়া হল সিঙ্গাপুরে। তবে সমকামী বিবাহকে এখনও বৈধতা দেওয়া হয়নি। তবে ৩৭৭(এ) ধারার আইন বাতিল করায় সমকামী পুরুষদের যৌন সম্পর্ক আর বেআইনি বলে গণ্য হবে না সিঙ্গাপুরে।

বন্ধ করুন