বাংলা নিউজ > ঘরে বাইরে > World's most powerful passport-শক্তিশালী পাসপোর্টের তালিকায় বদলে গেল সেরা দেশ, অনেকটা পতন আমেরিকার

World's most powerful passport-শক্তিশালী পাসপোর্টের তালিকায় বদলে গেল সেরা দেশ, অনেকটা পতন আমেরিকার

বিনা ভিসায় ১৯২ টি দেশ ভ্রমণ করতে পারবেন সিঙ্গাপুরের পাসপোর্ট সঙ্গে থাকলে (HT)

হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে পাঁচ বছর শীর্ষে থাকার পর তৃতীয় স্থানে নেমে এসেছে জাপান। জাপানকে পেছনে ফেলে সেই তালিকায় প্রথম স্থান দখল করল সিঙ্গাপুর।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের জন্য এতদিন বিখ্যাত ছিল জাপান। সম্প্রতি জাপানকে পেছনে ফেলে সেই তালিকায় প্রথম স্থান দখল করল সিঙ্গাপুর। বিশ্বজুড়ে ১৯২ টি জায়গায় প্রবেশের সুযোগ পাবনে আপনিও, যদি থাকে সিঙ্গাপুরের ভিসা। সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সের মাধ্যমে এই তথ্য সামনে এসেছে।

লন্ডনভিত্তিক অভিবাসনবিষয়ক পরামর্শদাতা হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে পাঁচ বছর শীর্ষে থাকার পর তৃতীয় স্থানে নেমে এসেছে জাপান। প্রায় এক দশক আগে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র দুই ধাপ নেমে অষ্টম স্থানে চলে এসেছে। ব্রিটেন দুই ধাপ লাফিয়ে ১৮৮টি ভিসা মুক্ত দেশে যাওয়ার ছাড়পত্র নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে।

ইউরোপের তিনটি দেশ জার্মানি, ইতালি ও স্পেন তাদের ভিসার সাহায্যে ১৯০ টি স্থানে যেতে পারবে। তিনটি দেশই যুগ্ম ভাবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। পাঁচ বছরের মধ্যে প্রথমবারের জন্য শীর্ষস্থান থেকে সরে যেতে হল জাপানকে। র‍্যাঙ্কিংয়ের একেবারে নীচের দিকে অবস্থান করছে আফগানিস্তান। এই দেশটির পাসপোর্ট থাকা ব্যক্তিরা ভিসা ছাড়া মাত্র ২৭টি গন্তব্যে ভ্রমণ করতে পারবেন। ইরাকের মানুষ ভিসা ছাড়াই ২৯টি দেশ এবং সিরিয়ার পাসপোর্ট থাকা ব্যক্তিরা ৩০টি দেশ বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন।

প্রতিবেশী দেশ চিনে বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার মত ঘটনায় এবং আভ্যন্তরীণ ভূ-রাজনৈতিক ডামাডোলের কারণে অভিবাসীদের অন্যতম পছন্দের জায়গা হয়ে উঠছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর গত বছর প্রায় ২৩ হাজার ১০০ জন ব্যক্তিকে নাগরিকত্ব দিয়েছে।

হেনলির পাসপোর্ট ইনডেক্স র‍্যাঙ্কিং ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের পরিসংখ্যাককে ভিত্তি করে বানানো হয়। এই পদ্ধতি অন্যান্য পাসপোর্ট সূচক থেকে ভিন্ন। এই তালিকায় পঞ্চম স্থানে আছে বেলজিয়াম। চেক রিপাবলিক, মালতা, নিউজিল্যাণ্ড, পোর্তুগাল ও সুইজারল্যাণ্ডের মত দেশগুলি। অস্ট্রেলিয়া, হাঙ্গেরি এবং পোল্যান্ড বিনা ভিসায় ১৮৬ টি দেশে যাওয়ার ছাড়পত্র নিয়ে তালিকার ছয় নম্বর স্থানে আছে। ইউরোপিয়ান দেশগুলির তুলনায় এই ইনডেক্সে অনেকখানি পিছিয়ে আছে আফ্রিকা বা এশিয়ার দেশগুলি। ইয়ামেন বা সোমালিয়ার পাসপোর্ট নিয়ে মাত্র ৩৮ টি দেশে বিনা ভিসায় ঘুরে আসা সম্ভব। লিবিয়া ও শ্রীলঙ্কার পাসপোর্ট হাতে আপনি ঘুরে আসতে পারবেন ৪১ টি দেশে। যাই হোক না কেন ইউরোপের অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশগুলিকে পেছনে ফেলে অবশ্য প্রথম স্থানটি দখল করল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর।

বন্ধ করুন