বাংলা নিউজ > ঘরে বাইরে > Sitaram Yechury: সিপিএম-তৃণমূলের একসঙ্গে পাবলিক মিটিং? রাজ্যে আসন সমঝোতায় সওয়াল ইয়েচুরির, বাংলায় আসছে বড় চমক!

Sitaram Yechury: সিপিএম-তৃণমূলের একসঙ্গে পাবলিক মিটিং? রাজ্যে আসন সমঝোতায় সওয়াল ইয়েচুরির, বাংলায় আসছে বড় চমক!

সীতারাম ইয়েচুরি। সিপিএম নেতা (Photo by Vijay Bate/HT Photo)

সীতারাম ইয়েচুরি এদিন দুটি তাৎপর্যপূর্ণ বাক্য বলেছেন। একটা হল রাজ্য ভিত্তিক আসন সমঝোতা। আর গোটা দেশজুড়ে ঐক্যবদ্ধ পাবলিক মিটিং। এদিন সীতারাম ইয়েচুরি যখন এই জোটের পক্ষে সওয়াল করছিলেন তখন ধূপগুড়িতে অধীর চৌধুরী আর মহম্মদ সেলিম একজোট হয়ে তৃণমূলের বিরুদ্ধে গলা ফাটাচ্ছেন।

সীতারাম ইয়েচুরি। সিপিএম নেতা। শুক্রবার ইন্ডিয়া জোটের মিটিংয়ে তৃণমূলের সঙ্গেই একই মঞ্চে ছিলেন সীতারাম ইয়েচুরি। বৈঠক শেষে বক্তব্য রাখলেন সীতারাম ইয়েচুরি। প্রথমেই তিনি প্রশ্ন করেন হিন্দি, ইংরেজি নাকি তেলেগুতে বলব? এরপর ইংরেজি বলা শুরু করেন।

সীতারাম বলেন, ইন্ডিয়াতে আরও পার্টি যোগ দেবে। রাজ্যস্তরে আসন সমঝোতা হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছি। এটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। ভারতীয় সংবিধান আমাদের সকলের জন্য় সমান অধিকার দিয়েছে। অনেক ঘটনা হয়ে গিয়েছে মিটিংয়ে।

তিনি বলেন, এটা খুব পরিষ্কার যে মোদী আতঙ্কিত যে আমরা একজোট হয়েছি। গ্যাসের দাম ২০০ টাকা কমিয়ে দিয়েছে। সমস্ত নেতারা একজোট হয়েছে। সমস্ত দেশে একজোট হয়ে মিটিং হবে। সামনের মাস থেকে আরও ঐক্যবদ্ধতা দেখতে পাবেন। আরও অনেকে ইন্ডিয়া জোটে যোগ দেবেন। ভারতকে বাঁচানো একটা বড় লক্ষ্য। এটা নিশ্চিত করা দরকার।

তবে সীতারাম ইয়েচুরি এদিন দুটি তাৎপর্যপূর্ণ বাক্য বলেছেন। একটা হল রাজ্য ভিত্তিক আসন সমঝোতা। আর গোটা দেশজুড়ে ঐক্যবদ্ধ পাবলিক মিটিং। এটা শুনে ভিড়মি খাচ্ছেন অনেকেই। এদিকে এদিন সীতারাম ইয়েচুরি যখন এই জোটের পক্ষে সওয়াল করছিলেন তখন ধূপগুড়িতে অধীর চৌধুরী আর মহম্মদ সেলিম একজোট হয়ে তৃণমূলের বিরুদ্ধে গলা ফাটাচ্ছেন। সেক্ষেত্রে ঠিক কীভাবে তৃণমূলকে সঙ্গে নিয়ে কংগ্রেস ও সিপিএম আগামী লোকসভা ভোটে বাংলার জন্য আসন সমঝোতা করবে তা কিছুতেই বুঝতে পারছেন না নীচু তলার কর্মীরা।

তারপর আবার একসঙ্গে পাবলিক মিটিং। রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রশ্ন, ইয়েচুরির সেই ফর্মুলা যদি মানতে হয় তবে তো যে বাংলায় সিপিএম আর তৃণমূলের মুখ দেখাদেখি নেই, তাদেরকে এবার এক মঞ্চে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে গলা ফাটাতে দেখা যাবে। আসন সমঝোতা যদি চূড়ান্ত হয় তবে বাংলার বাম প্রার্থীর হয়ে ভোট চাইতে বের হবে তৃণমূল। সব হিসাব একেবারে ওলটপালট হয়ে যেতে পারে। নিয়োগ কেলেঙ্কারি, কয়লা, মাটি, গরু সব কেলেঙ্কারি তবে কি এবার ধুয়ে মুছে সাফ? ভোট এলেই গলা জড়াজড়ি করবে তৃণমূল-সিপিএম? প্রশ্নটা তোলা থাক ভবিষ্যতের খাতায়।

 

বন্ধ করুন