বাংলা নিউজ > ঘরে বাইরে > 'যুদ্ধ হলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে ইউক্রেনে,এখনও সময় আছে…', পুতিনকে বার্তা আমেরিকার

'যুদ্ধ হলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে ইউক্রেনে,এখনও সময় আছে…', পুতিনকে বার্তা আমেরিকার

জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মাইলি (ছবি সৌজন্যে রয়টার্স) (REUTERS)

শান্তির বার্তা দিলেও দুই মার্কিন আধিকারিকই জানান যে ইউক্রেন সীমান্তে ক্রমেই আরও শক্তি বাড়াচ্ছে রাশিয়া।

ইউক্রেন নিয়ে ক্রমেই মার্কিন-রাশিয়া সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এই পরিস্থিতিতে পেন্টাগন শুক্রবার বলেছে যে ইউক্রেনে রাশিয়ার বাহিনী অনুপ্রবেশ করলে তার মানবিক মূল্য 'ভয়াবহ' হবে তবে যুদ্ধ এড়াতে কূটনৈতিক সমঝোতার সময় এখনও রয়েছে। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মাইলি বলেন, 'রাশিয়া পূর্ণ শক্তি নিয়ে ইউক্রেন দখল করলে তাতে বিপুল সংখ্যক সাধারণ মানুষ মারা যাবে। পরিস্থিতি ভয়ঙ্কর হবে।' এদিকে মার্কিন সেক্রেটারি অফ স্টেট লয়েড অস্টিন বলেন, 'এখনও সময় আছে কূটনৈতিক পথে সুরাহা বের করার। পুতিন এখনও ঠিক পথ বেছে নিতে পারেন।'

এদিকে শান্তির বার্তা দিলেও দুই শীর্ষ আধিকারিকই জানান যে ইউক্রেন সীমান্তে ক্রমেই আরও শক্তি বাড়াচ্ছে রাশিয়া। মার্কিন আধিকারিকদের মতে, রাশিয়া উসকানিমূলক পদক্ষেপ করতে পারে যাতে অশান্ত দক্ষিণ-পূর্ব ডনবাস অঞ্চলে পাল্টা আক্রমণের মুখে পড়ে তারা। সেই আক্রমণের অজুহাতেই রাজধানী কিয়েভের মতো শহুরে কেন্দ্রগুলিতে আক্রমণ করে পুরো দেশকে দখল করার চেষ্টা করতে পারে রাশিয়ার সেনা।

উল্লেখ্য, কয়েকদিন আগেই আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের বৈঠক হয় জেনেভায়। তবে তাতে কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। এই বৈঠকের আগেই অবশ্য আমেরিকা উদ্বেগ প্রকাশ করে দাবি করেছিল, রাশিয়া যেকোনও সময় ইউক্রেন দখল করতে পারে।

মার্কিন গোয়ান্দাদের আশঙ্কা, ২০১৪ সালের ক্রাইমিয়ার মতোই রাশিয়া আবারও হানা চালাতে পারে। এই নিয়ে ইতিমধ্যেই পশ্চিমী দেশগুলি ও মস্কোর মধ্যে বহু দফার আলোচনা হয়েছে। কিন্তু তাতে লাভ হয়নি। ওই এলাকা থেকে এখনও অনড় রাশিয়ান সৈন্যরা। রাশিয়ার দাবি, আমেরিকাকে নিশ্চিত করতে হবে যে ইউক্রেন কোনওদিন ন্যাটোতে যোগ দেবে না। পাশাপাশি পূর্বতন কোনও সোভিয়েট দেশে ন্যাটো তাদের অস্ত্র বা ক্ষেপণাস্ত্র বসাতে পারবে না।

বন্ধ করুন