সোশ্যাল মিডিয়ায় গো হত্যার ভিডিও শেয়ার করার অভিযোগে অসমে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান,ওই ছয় যুবক কয়েকদিন আগে পিকনিক করতে গিয়ে একটি গরু কাটে। সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছিল বলে অভিযোগ।
তারা এটির একটি ভিডিও তৈরি করেছে এবং এটি ইনস্টাগ্রামে শেয়ার করেছে। আমরা অভিযোগ পেয়েছি এবং গুয়াহাটির হাতিগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং অসম গবাদি পশু সংরক্ষণ আইন, ২০২১-এর বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।
তাদের আটক করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে বলেও জানান তিনি।
অসমে গরুর মাংস খাওয়া অবৈধ নয়, তবে অসম গবাদি পশু সংরক্ষণ আইন, ২০২১-এ হিন্দু, জৈন এবং শিখ সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে এবং মন্দির বা সাত্রের (বৈষ্ণব মঠ) পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা অঞ্চলে গবাদি পশু জবাই এবং গোমাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। পিটিআই ইনপুট
হিন্দুস্তান টাইমসের বিশ্বকল্যাণ পুরকায়স্থর রিপোর্টে জানা গিয়েছে, ধৃতদের নাম শাহিল খান, হাফিজুর ইসলাম, রাকিবুল হোসেন, শাহিদুল ইসলাম, ইজাজ খান, জাহিদুল ইসলাম। সকলেই আসালপাড়া গ্রামের বাসিন্দা।