বাংলা নিউজ > ঘরে বাইরে > ঋণে ডুবেছিল পরিবার, মর্মান্তিক পরিণতি ৬জনের, কী লেখা আছে সুইসাইড নোটে?

ঋণে ডুবেছিল পরিবার, মর্মান্তিক পরিণতি ৬জনের, কী লেখা আছে সুইসাইড নোটে?

একই পরিবারের ৬জনের আত্মহত্যা। প্রতীকী ছবি।

একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে বাড়ি থেকে যেখানে পাওনাদারদের এই মৃত্যুর জন্য় দায়ী করা হয়েছে। স্থানীয়দের দাবি লাখ খানেক টাকা তিনি ধার নিয়েছিলেন। কিন্তু কিছুতেই টাকা শোধ হচ্ছিল না।

অবিনাশ কুমারআ

বিহারের নওদা জেলাতে অত্য়ন্ত মর্মান্তিক ঘটনা। সূত্রের খবর, ঋণের জালে জর্জরিত হয়ে একই পরিবারের ৬জনের বিষ খেয়ে আত্মহত্যা।  গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গোটা পরিবারটি একেবারে ঋণে ডুবে গিয়েছিল। সেখান থেকে বাঁচার আর কোনও পথ পাচ্ছিলেন না তাঁরা। তারপরই এই চরম সিদ্ধান্ত। বাড়ির কর্তার নাম কেদার প্রসাদ গুপ্তা। তিনি ফল ব্যবসায়ী ছিলেন।

নওদার এসপি ডঃ গৌরব মঙ্গলা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, কেদারনাথ, তার স্ত্রী অনিতা গুপ্তা, ছেলে ধ্রুব কুমার ও দুই মেয়ে সোনাক্ষী কুমারী ও গুড়িয়া কুমারীর মৃত্যু হয়েছে। মন্দিরের কাছে তারা বিষ খান বলে মনে করা হচ্ছে। এদিকে সাক্ষী কুমারী বলে অপর মেয়ে এখনও হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।

এদিকে মৃত্যুর আগে ধ্রুব মিডিয়ার সঙ্গে কথা বলেছিলেন। তিনি জানান, পাওনাদাররা বাড়িতে এসে খুব অত্যাচার করত। সেকারণে বিষ খেতে বাধ্য হয়েছি। তার বোনও জানিয়েছে, আসল টাকা শোধ করে দিয়েছিল বাবা। তারপরও তিনগুণ টাকা চাইছে পাওনাদাররা। প্রতিদিন ১০০০ টাকা করে শোধ করতেন। তারপরেও টাকা শোধ হচ্ছিল না।

একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে বাড়ি থেকে যেখানে পাওনাদারদের এই মৃত্যুর জন্য় দায়ী করা হয়েছে। স্থানীয়দের দাবি লাখ খানেক টাকা তিনি ধার নিয়েছিলেন। কিন্তু কিছুতেই টাকা শোধ হচ্ছিল না।

 

বন্ধ করুন