বিহার থেকে একটি অদ্ভুত এবং রহস্যজনক ঘটনা সামনে এসেছে। রাত হলেই কবর থেকে চুরি হয়ে যাচ্ছে মরা মানুষের মাথার খুলি। বিষয়টি সামনে আসতেই কার্যত শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি বিহারের ভাগলপুর জেলার সানহৌলা থানা এলাকার। এখনও পর্যন্ত ওই এলাকার বেশ কয়েকটি কবর থেকে একাধিক মাথার খুলি চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের অনেকের ধারণা কালো জাদু করার জন্যই মাথার খুলি চুরি করছে একদল দুষ্কৃতী। এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
আরও পড়ুন: কলম্বিয়ায় হিংসায় মৃত্যু বেড়ে ১০০, প্রচুর সেনা মোতায়েন, জরুরি অবস্থা ঘোষণা
শেষ ঘটনাটি ঘটেছে রবিবার। জানা যায়, কবর থেকে এক বৃদ্ধার মাথার খুলি চুরি হয়ে যায়। ওই বৃদ্ধা এলাকার বাসিন্দা মহম্মদ বদরুজামা মা। তিনি প্রায় সাড়ে পাঁচ মাস আগে মারা গিয়েছিলেন। স্থানীয়দের মতে, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, কারণ গত পাঁচ বছরে এমন ৫টি ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রেই মৃত্যুর ৫ থেকে ৬ মাস পর মৃতদেহের মাথার খুলি চুরি করা হয়েছে। তাদের অভিযোগ, একদল লোক নিজেদের উদ্দেশ্য সিদ্ধ করার জন্য চুরি করছে। ফাজিলপুর সাকরামা গ্রাম পঞ্চায়েতের আসরাফ নগর গ্রামে অবস্থিত কবরস্থানটি হলএকটি পুরানো কবরস্থান। এসব ঘটনায় এলাকাবাসী হতবাক ও আতঙ্কিত।
অনেকেই ধারণা করছেন কালো জাদু বা অন্য কোনও ঘৃণ্য কাজে ব্যবহারের জন্য খুলিগুলি চুরি করা হচ্ছে। এই ঘটনায় স্থানীয় এক বাসিন্দা বলেন, এতে তারা সকলেই খুব আতঙ্কিত ও উদ্বিগ্ন। এই চুরির পেছনে কারা রয়েছে বা তাদের উদ্দেশ্য কী তা কেউই জানে না।এবিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। কাহালগাঁও এসডিপিও শিবানন্দ সিং বলেছেন, পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, ‘আমরা এই ঘটনাগুলিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি এবং রহস্য সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। আমরা স্থানীয়দের এগিয়ে আসার এবং এই ঘটনাগুলি সম্পর্কে তাদের কাছে যে কোনও তথ্য দিতে অনুরোধ করেছি।’
সানহাউলার এসএইচও চন্দন কুমার বলেন, কবরস্থানটি আগে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা ছিল। ১৯৮০ সালের দিকে তৈরি হওয়া প্রাচীরটি ধসে পড়েছে। স্থানীয় লোকজন কবরস্থানটিকে লোহার বেড়া দিয়ে ঘিরে দিয়েছিলেন। তবে সেটিও প্রায় ভেঙে গিয়েছে। এসএইচও জানান, তিনি এক বছর ধরে সেখানে পোস্টিং রয়েছেন। তবে এতদিন এই ধরনের ঘটনা ঘটেনি। কারা এই জঘন্য কাজের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান। আরও জানা গিয়েছে, ঘটনাস্থলে মৃতদেহ মোড়ানোর জন্য ব্যবহৃত একটি কাপড় পাওয়া গিয়েছে। তদন্ত চলছে।