বাংলা নিউজ > ঘরে বাইরে > Sleeper Class Unreserved Trian Ticket: এবার সংরক্ষিত টিকিট ছাড়া ৯ জোড়া ট্রেনে স্লিপার ক্লাসে করা যাবে ভ্রমণ, জানাল রেল

Sleeper Class Unreserved Trian Ticket: এবার সংরক্ষিত টিকিট ছাড়া ৯ জোড়া ট্রেনে স্লিপার ক্লাসে করা যাবে ভ্রমণ, জানাল রেল

ট্রেনে যাতায়াতকারীদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ খবর। আপনি যদি নিয়মিত ট্রেনে ভ্রমণ করেন, তাহলে রেলের আসন সংরক্ষণের সঙ্গে আপনি ভালো ভাবেই অবগত থাকবেন। তবে সম্প্রতি রেলের তরফে কিছু ট্রেনে রিজার্ভেশন ছাড়াই যাত্রীদের ভ্রমণ করার সুবিধা পাবেন। রেলওয়ে সূত্রে এই ধরনের ট্রেনের তালিকা প্রকাশ করেছে। এই ট্রেনগুলিতে অসংরক্ষিত টিকিটেই ভ্রমণ করতে পারবেন।