একদিকে ২৬ বিরোধী দলের জোট। নাম ইন্ডিয়া। আর অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ। একেবারে জোর টক্কর শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার রাজ্যসভায় তারই প্রতিফলন চোখে পড়ল। দুপক্ষের মধ্য়ে স্লোগান লড়াই। একদিকে মণিপুর ইস্যুতে সুর চড়াল ইন্ডিয়া। প্রধানমন্ত্রী বিবৃতির দাবিতে সরব তারা। আর অন্যদিকে প্রধানমন্ত্রী পক্ষে জোরালো আওয়াজ তুলল এনডিএ।
সামগ্রিক পরিস্থিতিতে একেবারে জোরালো আওয়াজ। বিগত দিনে বিরোধীরা আলাদা ভাবে স্লোগান দিত। তবে এবার ছবিটা কিছুটা অন্যরকম। এবার একেবারে জোট বেঁধে চলছে স্লোগান। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিদেশনীতি নিয়ে কথা বলছিলেন। সেই সময় ইন্ডিয়া, ইন্ডিয়া স্লোগান উঠতে থাকে। আর তারই পালটা মোদী মোদী স্লোগান তুলল এনডিএ।
পরে সভাকক্ষের বাইরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ওরা তো কিছু শুনতেই চান না। গত মাসে কী ধরনের অগ্রগতি হয়েছে সেটাই আমি বলতে চেয়েছিলাম। আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীর মার্কিন সফর কতটা সফল হয়েছে। কিন্তু বিরোধীরা কিছু শুনতে চাইছেন না। এটা দেখে খুব খারাপ লাগল। মনে হচ্ছে দেশের যা কিছু কৃতিত্ব, প্রাপ্তি সবের সমালোচনা করার জন্যই ওরা এসেছেন।
তিনি বলেন, বিদেশনীতির ক্ষেত্রে আমরা সকলে একসঙ্গে কাজ করি। আমরা দেশের মধ্যে নানা তর্ক করতে পারি। কিন্তু বিদেশে আমাদের ঐক্যবদ্ধতার কথা দেখাতে হয়। কিন্তু বিরোধীরা যেটা দেখাচ্ছেন সেটাতে কি সেই ছবি দেখাচ্ছেন। দেখুন, যেখানে জাতীয় সুরক্ষার বিষয় সেখানে রাজনীতিটা দূরে রাখতে হয়।
কার্যত সংসদের বাইরে ও ভেতরে জমে উঠেছে খেলা। একদিকে এনডিএ, অন্যদিকে ইন্ডিয়া। একেবারে তাল ঠুকছে দুপক্ষই। একপক্ষ গলা তুলতেই অপর পক্ষ চিৎকার করে উঠছে। আবার এনডিএ কোনও কথা বলতে শুরু করতেই ইন্ডিয়া পালটা স্লোগান তুলছে। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। আসলে সামনে লোকসভা ভোট। তার আগে দুপক্ষই নিজেদের মতো করে ঘর গোচ্ছাচ্ছে। এবার তার প্রতিফলন লোকসভা ও রাজ্যসভার বাদল অধিবেশনে দেখা যাচ্ছে।