বাংলা নিউজ > ঘরে বাইরে > Slovenia ruling party quits Twitter: অসন্তুষ্ট ইলন মাস্কের আচরণ ও ঘোষণায়! টুইটার ছাড়ল এই দেশের শাসক দল

Slovenia ruling party quits Twitter: অসন্তুষ্ট ইলন মাস্কের আচরণ ও ঘোষণায়! টুইটার ছাড়ল এই দেশের শাসক দল

ইলন মাস্কের আচরণে অসন্তোষ প্রকাশ করেছে স্লোভেনিয়ার শাসক দল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

ওই দেশের শাসক দলের তরফে বলা হয়েছে, 'টুইটারের নয়া মালিক ইলন মাস্ক) এবং কর্তৃপক্ষের ব্যবহার ও ঘোষণার ভিত্তিতে আমাদের আশঙ্কা যে ওরা (টুইটার) আশালীন আচরণ এবং ঘৃণামূলক ভাষণের জন্য দরজা আরও উন্মুক্ত হয়ে যাবে।'

টুইটার ছাড়ল স্লোভেনিয়ার শাসক দল ফ্রিডম মুভমেন্ট পার্টি। ইউরোপের দেশের শাসক দলের তরফে জানানো হয়েছে, ভুয়ো খবর ও ঘূণামূলক ভাষণ ছড়ানোর জন্য মাইক্রোব্লগিং সাইট ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। তাই ত্যাগ করা হয়েছে টুইটার।

শনিবার স্লোভেনিয়ার (ইউরোপের ছোট্ট দেশ) শাসক দল ফ্রিডম মুভমেন্ট পার্টির (৯০ আসন-বিশিষ্ট সংসদে ৪১ টি আসন আছে শাসক দলের হাতে) তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'টুইটারের নয়া মালিক ইলন মাস্ক) এবং কর্তৃপক্ষের ব্যবহার ও ঘোষণার ভিত্তিতে আমাদের আশঙ্কা যে ওরা (টুইটার) আশালীন আচরণ এবং ঘৃণামূলক ভাষণের জন্য দরজা আরও উন্মুক্ত হয়ে যাবে।' তাই টুইটার ছাড়ার ঘোষণা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্লোভেনিয়ার শাসক দল।

আরও পড়ুন: Apple, Google যদি Twitter ব্যান করে, আমরা নিজেদের ফোন লঞ্চ করব: Elon Musk

সেইসঙ্গে ফ্রিডম মুভমেন্ট পার্টির তরফে জানানো হয়েছে, 'টেকনিকাল' কারণে তিন সপ্তাহ ব্লক ছিল শাসক দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। সেইসময় শাসক দল অনুভব করেছে যে জনগণকে কিছু জানানোর জন্য টুইটারের প্রয়োজন নেই। স্লোভেনিয়ার শাসক দলের তরফে আরও বলা হয়েছে, 'একইসঙ্গে সমাজে মেরুকরণ, ভুয়ো খবর ছড়ানো, প্ররোচনা দেওয়া, অসম্মান করা, অপমান করা, অসম্মান করা, এমনকী ঘৃণামূলক বক্তব্যের জন্য কয়েকটি রাজনৈতিক দলের সমর্থক ও সদস্যরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের (টুইটার) অপব্যবহার করছে।'

আরও পড়ুন: Twitter: সোনালি, ধূসর, নীল! তিন রঙের টিক থাকবে প্রোফাইলে, ঘোষণা Elon Musk-এর

উল্লেখ্য, চলতি বছর এপ্রিলে জাতীয় নির্বাচন জিতে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন উদারপন্থী রবার্ট গোলোব। যিনি ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজনীতিতে শালীনতা ফিরিয়ে আনবেন। আইনের শাসন মজবুত করবেন। যা রবার্টের পূর্বসূরি জানেজ জানসার আমলে ডুমুরের ফুল হয়ে গিয়েছিল বলে আক্রমণ শানাতেন নিন্দুকেরা। যে জানেজ টুইটারে অত্যন্ত সক্রিয়। টুইটারে ২০ লাখ জনসংখ্যা-বিশিষ্ট দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এক লাখের বেশি 'ফলোয়ার্স' আছে। টুইটারের মাধ্যমেই বিরোধী এবং সংবাদমাধ্যম আক্রমণ শানান।

বন্ধ করুন