ইন্ডিগোর সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলল আরও এক ঘটনা। শনিবার চেন্নাইগামী ইন্ডিগোর বিমানের লাগেজ হোল্ড-এ ধোঁয়া দেখা যায়। কলকাতা থেকে রওনা হওয়া ওই বিমান তড়িঘড়ি ফিরে আসে কলকাতা বিমানবন্দরে। নিরাপদে হয় জরুরি অবতরণ। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে।
ইন্ডিগো বিমানের এই দুর্ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। জানা গিয়েছে, এদিন ঘটনাটি ঘটেছে দুপুর নাগাদ। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে, বিমানের সকল যাত্রী সুরক্ষিত রয়েছেন। বিমান কলকাতা বিমানবন্দরে ফিরে আসার পর তা খতিয়ে দেখা হয়। ইঞ্জিনিয়াররা বিমানের ইঞ্জিন খতিয়ে দেখেন। কোথা থেকে ধোঁয়া বেরিয়েছে, সেখানে কীভাবে আগুন লাগল, তা বোঝার চেষ্টা করেন তাঁরা। জানা যায়, বিমানের কার্গো হোল্ডে রয়েছে ধোঁয়া। এদিকে, বিমান মাঝ আকাশে থাকার সময়ই আগুন দেখা যেতেই তড়িঘড়ি ঘটনার কথা জানানো হয় কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে। বিমানটি কলকাতা বিমানবন্দরের রানওয়ে ছুঁয়ে ফেলতেই ইমারজেন্সি গেট দিয়ে বের করে দেওয়া হয় যাত্রীদের। দেশীয় বেসরকারি বিমানের উড়ান সম্পর্কিত এই সংস্থার নিরাপত্তা নিয়ে ওঠে বড়সড় প্রশ্ন। ইন্ডিগোর দুর্বল নিরাপত্তা পরিস্থিতি ঘিরে এর আগেও প্রশ্ন উঠেছে। যার হাত ধরে ডিজিসিএ ৩০ লাখ টাকা জরিমানা করে ওই বিমান সংস্থাকে। ইন্ডিগোর এ৩২১ বিমানের শেষ অংশ চারমাসে ৬ বার ছুঁয়েছে রানওয়ে। আর তা ঘটেছিল অবতরণের সময়। গত জুন মাসে ইন্ডিগোর বিরুদ্ধে স্পেশ্যাল অডিট বসায় ডিজিসিএ। সেই সমস্ত পর্ব মেটার পর এবার এই জরুরি অবতরণ ঘিরে চাঞ্চল্য ছড়াল।
( ‘ইতনা প্যায়সা নেহি হ্যায়’! চোখের জল পড়ছে টমেটো বিক্রেতার, ভিডিয়ো শেয়ার রাহুলের)
(কানাডা থেকে মৃত ছেলের নিথর দেহ ঘরে ফিরতেই মায়ের আত্মহত্যা! মর্মান্তিক ঘটনা পাঞ্জাবের এই পরিবারে)
এদিকে, শনিবারের ঘটনায় কারোর ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বিমান বন্দর কর্তৃপক্ষ। এর আগে, স্পাইসজেটের গ্রাউন্ডেড বিমানে আগুন ধরার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সেই ঘটনায় এই বিমানে রক্ষণাবক্ষণের কাজের সময় অগ্নিকাণ্ড ঘটে। জানা যায়, বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ডিজিসিএর তরফে যখন বারবার বিমান সংস্থাগুলিকে বিমানের নিরাপত্তা নিয়ে সতর্ক করা হচ্ছে, তখন এমন ঘটনা পর পর সামনে আসা বেশ খানিকটা উদ্বেগ বাড়াচ্ছে প্রতিষ্ঠানের।