বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘আপনি কি বান্ধবীর স্বামীকে বিয়ে করেছেন?’ প্রশ্ন শুনে মন্ত্রী স্মৃতি ইরানি বললেন ‘…তাঁকে এই নোংরামিতে টানবেন না’

‘আপনি কি বান্ধবীর স্বামীকে বিয়ে করেছেন?’ প্রশ্ন শুনে মন্ত্রী স্মৃতি ইরানি বললেন ‘…তাঁকে এই নোংরামিতে টানবেন না’

স্বামী জুবিন ইরানির সঙ্গে সপরিবারে স্মৃতি ইরানি। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম।

স্বভাবতই কেন্দ্রীয় মন্ত্রী এই প্রশ্নে বেশ বিরক্ত হন। তিনি এই প্রশ্নের উত্তরও এড়িয়ে যাননি। স্মৃতি ইরানি জবাবে লেখেন,'না… মোনা আমার থেকে ১৩ বছরের বড়। ফলে তাঁকে আমার ছোটবেলার বান্ধবী বলার কোনও প্রশ্নই ওঠে না। তিনি আমাদের পরিবারের অংশ আর তিনি রাজনীতিবিদ নন।'

কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন অভিনেত্রী স্মৃতি ইরানিকে সদ্য এক নেটিজেন প্রশ্ন করেন তাঁর বিয়ে নিয়ে। প্রশ্ন ছিল, ‘আপনি কি আপনার বান্ধবীর স্বামীকে বিয়ে করেছেন?’ প্রশ্নের জবাবও দেন স্মৃতি। জবাবে তিনি লেখেন, ‘মোনাকে এর মধ্যে টানবেন না। উনি সম্মানীয় ব্যক্তিত্ব।’

সদ্য ইনস্টাগ্রামে একটি উদ্যোগ নিয়ে স্মৃতি ইরানি শুরু করেছিলেন,'আস্ক মি এনি কোয়েশ্চেন..' (আমাকে যেকোনও প্রশ্ন করুন)। সেখানেই এক নেটিজেন তাঁকে প্রশ্ন করেন যে, ‘আপনি কি আপনার বান্ধবীর স্বামীকে বিয়ে করেছিলেন?’ স্বভাবতই কেন্দ্রীয় মন্ত্রী এই প্রশ্নে বেশ বিরক্ত হন। তিনি এই প্রশ্নের উত্তরও এড়িয়ে যাননি। স্মৃতি ইরানি জবাবে লেখেন,'না… মোনা আমার থেকে ১৩ বছরের বড়। ফলে তাঁকে আমার ছোটবেলার বান্ধবী বলার কোনও প্রশ্নই ওঠে না। তিনি আমাদের পরিবারের অংশ আর তিনি রাজনীতিবিদ নন।' এখানেই শেষ নয়। স্মৃতি আরও লেখেন। তিনি লেখেন, ' ফলে তাঁকে এর মধ্যে টানবেন না। আমার সঙ্গে তর্ক করুন, আমাকে নিচু করুন তবে কোনও এমন নাগরিককে এই নোংরামিতে টানবেন না, যাঁর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই, তিনি সম্মানীয় ব্যক্তিত্ব।' প্রসঙ্গত, পারসি ব্যবসায়ী জুবিন ইরানির সঙ্গে স্মৃতির বিয়ে হয়েছে ২০০১ সালে। সেই সময়কালে স্মৃতি কোনও রাজনৈতিক দলে ছিলেন না। ‘কিউকিঁ সাস ভি কভি বহু থি’ সিরিয়ালের হাত ধরে তাঁর খ্যাতির জগতে উত্থান। এদিকে, জুবিনের সঙ্গে স্মৃতি ইরানির বিয়ের ১ বছরের মধ্যেই তাঁদের কোল আলো করে আসে সন্তান। ২০০১ সালে স্মৃতির দ্বিতীয় সন্তান জন্ম নেয়। প্রসঙ্গত, স্মৃতির সঙ্গে বিয়ের আগে মোনা ইরানির সঙ্গে বিবাহিত জীবন যাপন করছিলেন জুবিন ইরানি। পেশাগতভাবে মোনা ছিলেন মডেল কোঅর্ডিনেটর। জুবিন ও মোনার সন্তান শ্যানেলের বিয়ে হয়েছে সদ্য।

<p>পোস্টের প্রথমাংশ।</p>

পোস্টের প্রথমাংশ।

<p>পোস্টের দ্বিতীয়াংশ।</p>

পোস্টের দ্বিতীয়াংশ।

 

( Independence Day: উত্তরকাশী থেকে প্রধানমন্ত্রীকে চাটনি পাঠিয়েছিলেন এই মহিলা, পেলেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ)

(ISRO on India's First Sun Mission: চাঁদ ছোঁয়ার অপেক্ষার মাঝে ইসরোর নজরে সূর্য! Aditya L1কে ঘিরে তৎপরতা শুরু )

উল্লেখ্য রাজনীতির জগতে আসার আগে স্মৃতির সবচেয়ে বেশি জনপ্রিয়তা ছিল টিভি সিরিয়াল ঘিরে। ‘কিউকিঁ সাস ভি কভি বহু থি’ সিরিয়ালে তুলসীর চরিত্রে তিনি সকলের মন জিতে নেন। এছাড়াও ‘রামায়ণ’, ‘বিরুদ্ধ’,'তিন বহু রানিয়াঁ' তে দেখা যায় তাঁকে। তাঁর সঙ্গে প্রোডিউসার একতা কাপুরের বন্ধুত্ব আজও বহু সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যায়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পরবর্তী খবর

Latest News

মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? দেখে নিন ১০ সেপ্টেম্বর ২০২৪ রাশিফল মঙ্গলে ১০ জেলায় সতর্কতা জারি, বুধে ৭টিতে ভারী বৃষ্টি, পরেও কোথায় কোথায় চলবে? iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে ছবিতে কাজ দেওয়ার আছিলায় মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ, দিলেন সাফাই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.