মৃত ব্যক্তির নামে মদের লাইসেন্স নিয়েছে গোয়ার একটি রেস্তোরাঁ। যে রেস্তোরাঁর মালিক স্মৃতি ইরানির মেয়ে বলে অভিযোগ তুলল কংগ্রেস। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এখনও কোনও মন্তব্য না করলেও স্মৃতির মেয়ের আইনজীবী দাবি করেছেন, মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
কংগ্রেস নেতা পবন খেরা দাবি করেন, যে পুলিশ আধিকারিক ওই রেস্তোরাঁকে নোটিশ পাঠানোর ‘সাহস’ দেখিয়েছিলেন, তাঁকে নিশানা করা হচ্ছে। তাঁকে বদলি করার প্রক্রিয়া চলছেও বলে দাবি করা হয়। কংগ্রেস নেতা বলেন, ‘আপনার সমর্থকরা যখন লুলু মল-হনুমান চালিশা-নমাজের বৃত্তে আটকে আছেন, আপনার ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করছে (যেটা ভালো জিনিস, সেটা করা উচিত) বা আপনার পৃষ্ঠপোষকতায় বেআইনি কাজ করছেন।’
বিষয়টি নিয়ে অবশ্য কেন্দ্রীয় মন্ত্রী মুখ খোলেননি। তবে স্মৃতির মেয়ের আইনজীবী দাবি করেন, যে রেস্তোরাঁর নাম করা হচ্ছে, সেরকম নামে কোনও রেস্তোরাঁ নেই তাঁর মক্কেলের। যে নোটিশ দর্শানোর দাবি করা হচ্ছে, সেই নোটিশই মেলেনি। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, স্মৃতির বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো, মিথ্যা এবং মানহানিকর পোস্ট করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ে বলেই সেই তাঁর মক্কেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেছেন আইনজীবী।
আরও পড়ুন: অর্পিতার ফ্ল্যাটে টাকার পাহাড়ে পাওয়া গেল SSC-র অ্যাডমিট কার্ডের বান্ডিল
তারইমধ্যে দিল্লির বিজেপি নেতা তাজিন্দর সিং বাগ্গার দাবি, আমেরিকায় পড়াশোনা করছেন স্মৃতির মেয়ে। 'রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর নির্দেশে কংগ্রেসের গুন্ডারা ১৮ বছরের মেয়েকে নিশানা করছেন। ওই রেস্তোরাঁর মালিক নন স্মৃতির মেয়ে। তাই নোটিশ পাঠানোর কোনও বিতর্কের অবকাশ নেই। দেশের বাইরে স্মৃতির মেয়ে পড়াশোনা করছেন। রাজনৈতিক কারণে বাচ্চা মেয়ের বদনাম করা হচ্ছে।'