বেআইনিভাবে ৭০ জনের বেশি বাংলাদেশিকে ভারতে ঢোকানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। বিস্তারিত তদন্তের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল সীমান্তে। সেইসময় পুলিশের উপরে হামলা চালিয়ে দেয়। পালটা পুলিশের গুলিতে জখম হল দিলওয়ার হুসেন নামে ত্রিপুরার ধর্মেশ্বরের এক ব্যক্তি। অসম পুলিশের তরফে জানানো হয়েছে, আহত অবস্থায় দিলওয়ারকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে। তার বিরুদ্ধে নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বেআইনিভাবে ভারতে ঢোকানোর কথা স্বীকার করেছে!
পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার ভোররাতের দিকে অসমের শ্রীভূমি জেলার পাথরকান্দি এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাছ থেকে দিলওয়ারকে গ্রেফতার করা হয়। শ্রীভূমির পুলিশর সুপার পার্থপ্রতিম দাস জানিয়েছেন, রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে দিলওয়ারকে। জেরার সময় স্বীকার করে নেয় যে বাংলাদেশ থেকে অসম এবং ত্রিপুরায় বেআইনিভাবে ৭০ জনের বেশি লোককে ঢুকিয়েছে।
'পুলিশের রিভলভার ছিনিয়ে নেয়, পায়ে গুলি লাগে'
পরবর্তীতে বিস্তারিত তদন্তের জন্য দিলওয়ারকে আন্তর্জাতিক সীমানার কাছে নিয়ে যাওয়া হয়। শ্রীভূমির পুলিশ সুপার জানিয়েছেন, সেইসময় পুলিশ অফিসারদের উপর হামলা চালায়। একটি রিভলভার ছিনিয়ে নিয়ে পুলিশের দিকে তাক করে। একাধিকবার সতর্ক করা হলেও পিছু হটেনি। সেইসময় বাধ্য হয়ে তার পায়ের দিকে লক্ষ্য করে গুলি চালান এক পুলিশ অফিসার। পুরো ঘটনায় দু'জন পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চালানো হচ্ছে।
কোনও আন্তর্জাতিক গ্যাংয়ের সদস্য, মনে করছে পুলিশ
পুলিশ সুপার বলেছেন, 'যদিও ও বলেছে যে ৭০ জনের মতো (বাংলাদেশিকে) ভারতে ঢুকিয়েছে। তবে আমাদের বিশ্বাস, আরও বেশি সংখ্যক বাংলাদেশিকে ভারতে ঢুকিয়েছে। ও আন্তর্জাতিক কোনও গ্যাংয়েরও সদস্য বলে মনে করছি আমরা।' সেইসঙ্গে তিনি জানিয়েছেন, দিলওয়ারের গ্রেফতারির ঘটনাকে বড়সড় সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাঁরা আশা করছেন যে ওই যুবককে জেরা করে আন্তর্জাতিক গ্যাংকে নিয়ে আরও তথ্য পাওয়া যাবে।
আর এমন একটা সময় সেই ঘটনা ঘটল, যখন পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছে। কাঁটাতারের বেড়া দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে সংঘাত হয়েছে। অভিযোগ উঠেছে যে ভারতীয় ভূখণ্ডে কাঁটাতার বসানো হলেও তাতে বিজিবি আপত্তি জানাচ্ছিল। তার জেরে একটি মহলের তরফে প্রশ্ন তোলা হয়, বেআইনি অনুপ্রবেশের জন্যই কি সেই কাজে বাধা দিচ্ছে বাংলাদেশের বাহিনী?