সাপ এবং বেঁজির মধ্যে শত্রুতার অনেক গল্প প্রচলিত রয়েছে। হিন্দি ছবিতেও সাপের যুদ্ধ দেখানো হয়। এমনই এক মারাত্মক মারামারির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওটি মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলার হরপালপুর শহরের। তবে হিন্দুস্তান টাইমস বাংলা এই ভিডিওর সত্যতা নিশ্চিত করেনি।
লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, প্রাপ্ত তথ্য অনুযায়ী, হরপালপুরের সরসেদ গ্রামে অবস্থিত শিব মন্দিরের কাছে ভিডিওটি তোলা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝখানে প্রচণ্ড লড়াই করছে একটি সাপ ও বেঁজি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কালো সাপ রাস্তা পার হচ্ছে।
সাপটি রাস্তা পার হতে যাচ্ছে এমন সময় একটি বেঁজি এসে হাজির। এরপর দুজনের মধ্যে মারামারি শুরু হয়। এতে রাস্তা দিয়ে মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়। মানুষ এই মারামারির ভিডিও মোবাইল ক্যামেরায় ধারণ করতে শুরু করে। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই ভিডিওটি এক রেলকর্মী মোবাইলে ধারণ করছেন।
সাপ ও বেঁজির মধ্যে এই লড়াই চলতে দেখা যায়। এই লড়াইয়ে সাপটি মার খেয়েছে বলে মনে হচ্ছে। একই সঙ্গে তাকে ক্রমাগত আক্রমণ করতে থাকে বেঁজিটি। রাস্তার পাশ দিয়ে যাওয়া লোকজনকে দাঁড়িয়ে লড়াই শেষ হওয়ার অপেক্ষায় থাকতে দেখা যায়। লোকে বলে, এই যুদ্ধে সাপ হেরে যায়। অবশেষে বেঁজিটি তাকে মুখে চেপে ধরে জঙ্গলে টেনে নিয়ে যায়।
বর্ষাকালে জলাবদ্ধতার কারণে প্রায়ই আবাসিক এলাকায় সাপ দেখা যায়। মধ্যপ্রদেশের সাতনা জেলায় সাপের কামড়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। সিংপুর পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে কারসারা গ্রামে মেঝেতে ঘুমন্ত অবস্থায় মনমোহন কুশওয়াহা (১৭) নামে এক কিশোরকে বিষধর সাপে কামড় দেয়। অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন ঝাড়ফুঁক দিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়, সেখানেই কিশোরের মৃত্যু হয়। সাপের কামড়ে দ্বিতীয় ঘটনাটি ঘটেছে কোটার থানা এলাকার পাওয়াইয়া গ্রামে, তৃতীয় ঘটনাটি ঘটেছে সমবাপুর থানা এলাকার বীরসিংহপুরে। দুটি ঘটনাতেই শিশুরা মারা গেছে।