মাউন্ট এভারেস্টের তিব্বত (উত্তর) অংশে অপ্রত্যাশিতভাবে তীব্র তুষার ঝড়ে আটকা পড়া প্রায় ১০০০ অভিযাত্রী ও পর্যটকদের উদ্ধারে জোরদার অভিযান চলছে। চিন সরকারের পক্ষ থেকে পরিচালিত এই অভিযানে ইতিমধ্যে শত শত মানুষকে নিরাপদে উদ্ধার করে আনা সম্ভব হয়েছে।
সর্বশেষ অবস্থা:
উদ্ধার কার্যক্রম: চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গতকাল (৫ অক্টোবর, রোববার) পর্যন্ত প্রায় ৩৫০ জন ট্রেকারকে নিরাপদে উদ্ধার করে স্থানীয় কুডাং (Qudang) জনপদে নিয়ে আসা হয়েছে।
যোগাযোগ স্থাপন: আটকে পড়া বাকি অভিযাত্রী ও কর্মীদের মধ্যে আরও ২০০-এর বেশি জনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা গেছে এবং স্থানীয় উদ্ধারকারী দল ধাপে ধাপে তাঁদেরকে নিরাপদ স্থানে নামিয়ে আনার কাজ করছে।
আটকে পড়ার স্থান: অভিযাত্রীরা এভারেস্টের পূর্ব দিকের কাংশুং (Kangshung) মুখের দিকে অবস্থিত কার্মা উপত্যকা (Karma Valley)-এর ক্যাম্পসাইটগুলিতে আটকা পড়েছিলেন। এই অঞ্চলের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে ৪,২০০ মিটার (প্রায় ১৩,৮০০ ফুট)।
ঝড়ের কারণ: সপ্তাহব্যাপী চিনের জাতীয় দিবসের ছুটির কারণে এই অঞ্চলে প্রচুর পর্যটকের সমাগম হয়েছিল। শুক্রবার সন্ধ্যা থেকে হঠাৎ করে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত ও তুষারপাত শুরু হয়, যা শনিবারও অব্যাহত থাকে। আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনকে ট্রেকার এবং গাইডরা 'অস্বাভাবিক' বলে উল্লেখ করেছেন।
আশঙ্কা: প্রবল ঠাণ্ডা এবং ভেজা পরিবেশে অনেক অভিযাত্রীর মধ্যে হাইপোথার্মিয়া (Hypothermia)-এর ঝুঁকি দেখা দিয়েছে বলে উদ্ধারকারী দল জানিয়েছে।
উদ্ধারকারী দল: স্থানীয় কর্তৃপক্ষ এবং শত শত গ্রামবাসী উদ্ধারকাজে নিয়োজিত আছেন। তারা রাস্তা থেকে বরফ সরিয়ে এবং আটকে পড়াদের নিরাপদে পথ দেখিয়ে কুডাং জনপদে নিয়ে আসছেন।
প্রবেশাধিকার স্থগিত: তুষারঝড়ের কারণে পর্যটকদের সুরক্ষার স্বার্থে স্থানীয় টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানি শনিবার রাত থেকে এভারেস্ট সিনিক এরিয়াতে (Everest Scenic Area) টিকিট বিক্রি ও প্রবেশ সম্পূর্ণভাবে স্থগিত ঘোষণা করেছে।
এই অস্বাভাবিক তুষারঝড়ের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন প্রতিবেশী দেশ নেপালেও ভারী বৃষ্টিপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু মানুষের প্রাণহানি ঘটেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে নেপাল ও তিব্বত উভয় ক্ষেত্রেই উদ্ধার তৎপরতা কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে তিব্বতের এভারেস্ট অঞ্চলে আটকে পড়া বাকি অভিযাত্রীদের উদ্ধারের চেষ্টা নিরন্তরভাবে চলছে।