ত্রিপুরা সরকার শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর... more
ত্রিপুরা সরকার শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সমস্ত সামাজিক সুরক্ষা সংক্রান্ত পেনশনের পরিমাণ দ্বিগুণ করে দিয়েছে। এর ফলে এই পেনশন বাবদ এখন ২০০০ টাকা করে দিতে চলেছে সরকার৷
1/4রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন, ‘মোদীজির জন্মদিনে আমরা ‘হর ঘর সুশাসন’ পালন শুরু করছি। প্রাক্তন বামফ্রন্ট সরকারের আমলে সামাজিক নিরাপত্তা পেনশন ছিল ৭০০ টাকা। ২০১৮ সালে বিজেপি ক্ষমতায় আসার পর পেনশন বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছিল৷ এখন, আমরা পেনশন বাড়িয়ে ২০০০ টাকা করছি এবং এটা আজ থেকেই কার্যকর হবে৷’ (ছবিটি প্রতীকী)
2/4বর্তমানে, রাজ্যে মোট ৩২টি বিভিন্ন সামাজিক নিরাপত্তা পেনশন রয়েছে। রাজ্য জুড়ে মোট ৩ লক্ষ ৮৯ হাজার পরিবার উপকৃত হচ্ছেন কোনও না কোনও পেনশনের ফলে। ত্রিপুরার জন্য তহবিল বরাদ্দের ক্ষেত্রে 'উদার' হওয়ার জন্য কেন্দ্রকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
3/4একটি সরকারি সূত্র জানিয়েছে যে জনগণকে বিভিন্ন প্রকল্পগুলির বিষয়ে আরও ভালো ভাবে অবগত করতে এবং মানুষের কাছে সেই সব পরিষেবা পৌঁছে দিতে বিভিন্ন স্তরে ক্যাম্প এবং মেলা অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গে বহু আগে থেকেই ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের মাধ্যমে এই কাজ করা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/4এদিকে ত্রিপুরা সরকার বলেছে যে 'প্রতি ঘোরে সুশাশোন' প্রচারাভিযান নভেম্বর পর্যন্ত তিন মাস চলবে। কেন্দ্রীয় ও রাজ্য সরকার পরিচালিত প্রকল্পগুলি দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া হবে এই সময়কালে৷ প্রচারের অংশ হিসেবে গ্রামীণ ও শহরাঞ্চলে উন্নয়নমূলক কাজ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন যে তাঁর সমস্ত মন্ত্রীরা যাতে কাজ করেন তা নিশ্চিত করার জন্য তাঁদের উপর ‘নজরদারি’ চলছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)