বাংলা নিউজ > ঘরে বাইরে > জেলের মধ্যে পায়ুকাম, সমকামিতা চলে, বন্দিরা একেবারে…পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

জেলের মধ্যে পায়ুকাম, সমকামিতা চলে, বন্দিরা একেবারে…পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

জেলের পরিবেশ নিয়ে পর্যবেক্ষণ আদালতের প্রতীকী ছবি

সিভিল রাইটস অ্য়াক্টিভিস্ট গৌতম নাভলাখা শীর্ষ আদালতের কাছে জানিয়েছিলেন, মুম্বইতে বোনের বাড়িতে হাউজ অ্য়ারেস্ট করে রাখা হোক। কারণ তালোজা জেলে অত্যন্ত ভিড়। পরিবেশও অস্বাস্থ্যকর। তবে ৭০ বছর বয়সী ওই ব্যক্তিকে মাওবাদী সন্দেহে গ্রেফতার করা হয়েছিল।

দেশের একাধিক জেল কার্যত ঠাঁই নেই অবস্থা।সমকামিতাও ও পায়ুকামও বন্দিদের মধ্যে চলে জেলের অন্দরে। আর সেখানকার আবাসিকরা যখন বেরিয়ে আসেন জেল থেকে, তখন তারা কার্যত পশুর মতো হয়ে যান। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।

বিচারপতি কেএম যোশেফ ও ঋষিকেশ রায়ের বেঞ্চ জানিয়েছে, জেলে কী হয় সেটা খুব ভয়ঙ্কর। আমাদের জেল পরিদর্শনের সুযোগ হয়েছে। সেখানে এতটাই ভিড় যে সমকামিতা থেকে পায়ুকাম সবই হয়। যখন আপনারা বেরিয়ে আসেন তখন আপনারা পশু ছাড়া আর কিছু নয়। এটা থেকে একটি প্রতিহিংসার মনোভাব তৈরি হয়।

সিভিল রাইটস অ্য়াক্টিভিস্ট গৌতম নাভলাখা শীর্ষ আদালতের কাছে জানিয়েছিলেন, মুম্বইতে বোনের বাড়িতে হাউজ অ্য়ারেস্ট করে রাখা হোক। কারণ তালোজা জেলে অত্যন্ত ভিড়। পরিবেশও অস্বাস্থ্যকর। তবে ৭০ বছর বয়সী ওই ব্যক্তিকে মাওবাদী সন্দেহে গ্রেফতার করা হয়েছিল।

তবে বিচারপতিদের বেঞ্চ জেল কর্তৃপক্ষকে জানিয়ে দেন যেন তাকে যশলোক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কোলোন ক্যানসারে আক্রান্ত। তবে আদালত অনুমতি দিয়েছে, হাসপাতালে থাকাকালীন তাঁর স্ত্রী ও মেয়ে দেখা করতে যেতে পারবেন।

আদালত জানিয়েছে বিচারাধীন বন্দিরও নির্দিষ্ট অধিকার রয়েছে।

বন্ধ করুন