বাবাকে পায়ে মালিশ করতে অনুরোধ করেছিল ছেলে। কিন্তু, তা না করায় বৃদ্ধ বাবাকে খুন করল গুণধর ছেলে। এমনই ঘটনা ঘটেছে নাগপুরে। ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম কুশল ওরফে ইঙ্গা শেন্ডে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নবাবপুরা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুন: নেশায় বাধা দেওয়ায় বাবাকে খুন করে দেহ পুঁতে দিল ছেলে, আত্মহত্যার চেষ্টা যুবকের
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, যে অভিযুক্ত কুশল তার ৬৬ বছর বয়সি বাবা দত্তাত্রেয় শেন্ডের সঙ্গে নবাবপুরা এলাকায় থাকত। শনিবার বাবা-ছেলে দুজনেই বাড়িতে ছিলেন। এই সময় কুশল তার বাবাকে তার পায়ে মালিশ করার অনুরোধ করে। কিন্তু, দত্তাত্রেয় কুশলের অনুরোধ প্রত্যাখ্যান করেন। বাবা মালিশ করতে অস্বীকার করার পরেই কুশল ক্ষেপে যায়। এনিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর কুশল তার বাবার ওপর চড়াও হয়। সে তার বাবার বুকে, পেটে, পাঁজরে ও মাথায় লাথি ও ঘুষি মারতে থাকে।
এদিকে, বাবার চিৎকারে ছুটে আসেন বড় ছেলে প্রণব শেন্ডে। তিনি কুশলকে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু, ব্যর্থ হন। পালটা কুশল তাকে হত্যার হুমকিও দেয়। তখন বাবাকে আক্রান্ত হতে দেখে প্রণব প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে যান। প্রতিবেশীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে দত্তাত্রেয় গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। তখন প্রণব সঙ্গে সঙ্গে বাবাকে মেয়ো হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা দত্তাত্রেয়কে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় অভিযোগ পাওয়ার পরেই পুলিশ কুশলকে হত্যার অভিযোগে গ্রেফতার করে। তারপরে তাকে আদালতে হাজির করা হয়। ধৃতকে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
প্রসঙ্গত, মাস তিনেক আগেই মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে বাবাকে খুন করার অভিযোগ উঠেছিল দুই ছেলের বিরুদ্ধে। সম্পত্তি ভাগ না করায় এবং বিয়ে না দেওয়ায় দুই ভাই মিলে বাবাকে খুন করে বলে অভিযোগ। তার আগে পালঘরেও একইভাবে বাবাকে খুন করার অভিযোগ উঠেছিল ছেলের বিরুদ্ধে।সেক্ষেত্রেও একইভাবে সম্পত্তি ভাগ না করার জন্য খুড়তুতো ভাইয়ের সঙ্গে হাত মিলিয়ে বাবাকে খুন করেছিল গুণধর ছেলে। এরপর বাবার দেহ একটি জঙ্গলে ফেলে দিয়েছিল। আর এবার নাগপুরে বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।