দেবব্রত মোহান্তি
একেবারে রাজনৈতিক নাটক। বিজেডি সভাপতি তথা প্রাক্তন মুখ্য়মন্ত্রী নবীন পট্টনায়ক শুক্রবার ছত্তিশগড়ের মুখ্য়মন্ত্রী বিষ্ণু দেও সাইকে লিখেছেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী নব দাসের পুত্রকে মুক্তি দিন। ছত্তিশগড়ের পুলিশ একাধিক পঞ্চায়েত সমিতির সদস্যকে আটকে রেখেছে। তাদেরও মুক্তি দেওয়া হোক।
ছত্তিশগড়ের সিএমকে লেখা চিঠিতে নবীন পট্টনায়েক লিখেছেন, ওড়িশার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর পুত্র নব দাসকে ও আরও ১২জনকে পঞ্চায়েত সদস্যকে ছত্তিশগড় পুলিশ আটক করে রেখে দিয়েছে। তিনি লিখেছেন, সকালে সাড়ে ১০টা নাগাদ তাঁদের কিরিমিরা পঞ্চায়েত সমিতি অফিসে অনাস্থা প্রস্তাব আনার কথা ছিল। কিন্তু তার আগের রাত থেকে ছত্তিশগড় পুলিশ তাদের আটকে রেখে দিয়েছিল। তার জেরে তারা সেই কর্মসূচিতে অংশ নিতে পারেননি। আমি অনুরোধ করছি অবিলম্বে তাঁদের মুক্তি দিন।
এদিকে শুক্রবার বিকালে বিশাল দাস সহ অন্য়ান্যদের ছাড়া হয়েছে বলে খবর। তিনি সহ আরও ১৪জনকে মুক্তি দেওয়া হয়।
এদিকে বিশাল দাসের বোন তথা প্রাক্তন বিজেডি এমএলএ দীপালি দাসের অভিযোগ অনাস্থাতে যাতে অংশ নিতে না পারেন সেকারণেই তাদের অন্য়ায়ভাবে আটকে রাখা হয়েছিল। তাঁর দাবি, ওড়িশা পুলিশ প্রথমে তাঁদের আটক করে। পরে ছত্তিশগড় পুলিশের হাতে তুলে দেয়। মোহন মাঝির সরকার এতটা ভয় পেয়ে গিয়েছে যে প্রধান ও সমিতির সদস্যদের আটকে রেখে দিচ্ছে।
এদিকে শেষ পর্যন্ত পর্যাপ্ত সদস্য সংখ্য়া না থাকায় অনাস্থা আনা যায়নি।
এদিকে বিজেপি নেতা বিরাঞ্চি ত্রিপাঠি জানিয়েছেন, আমাদের দলের কেউ যুুক্ত নন। ছত্তিশগড় পুলিশই জানাতে পারবে তারা কেন আটকে রেখে দিয়েছিল।