বাংলা নিউজ > ঘরে বাইরে > Tarique Rahman: খালেদা পুত্র তারেক রহমান ফিরছেন বাংলাদেশে, ‘ভারত-বিরোধী’ মুখ বলে পরিচিত!

Tarique Rahman: খালেদা পুত্র তারেক রহমান ফিরছেন বাংলাদেশে, ‘ভারত-বিরোধী’ মুখ বলে পরিচিত!

তারিক রহমানের ছবি নিয়ে বিএনপির সমর্থকরা। (Photo by Munir UZ ZAMAN / AFP) (AFP)

খালেদা জিয়ার পুত্র। লন্ডন থেকে ফিরছেন তিনি। ইতিমধ্য়েই তিনি এনিয়ে ভিডিয়ো বার্তাও দিয়েছেন। তবে এই সেই তারেক রহমান যিনি একটা সময় ইন্ডিয়া আউট প্রচারের অন্যতম জনক ছিলেন। সেই তারেক রহমানই এবার ফিরছেন বাংলাদেশে।

বিশেষ হেলিকপ্টারে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে তিনি ভারতে চলে এসেছেন বলে খবর। এবার হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কে এই তারেক রহমান? 

ভারত বিরোধী মুখ বলেই পরিচিত তিনি। খালেদা জিয়ার পুত্র। লন্ডন থেকে ফিরছেন তিনি। ইতিমধ্য়েই তিনি এনিয়ে ভিডিয়ো বার্তাও দিয়েছেন। তবে এই সেই তারেক রহমান যিনি একটা সময় ইন্ডিয়া আউট প্রচারের অন্যতম জনক ছিলেন। সেই তারেক রহমানই এবার ফিরছেন বাংলাদেশে। 

মূলত বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে শেখ হাসিনা বসার পরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইন্ডিয়া আউট প্রচার শুরু হয়েছিল। ইন্ডিয়ার পণ্য বর্জনের ব্যাপারেও সেই সময় একটা প্রচার চলত বাংলাদেশে। আর সেই প্রচারের নেপথ্যে ছিলেন এই তারেক রহমান। 

এদিকে বিএনপি নেতৃত্বের দাবি, তারেক রহমানকে মিথ্যে মামলা দিয়ে নির্বাসনে পাঠানো হয়েছিল। তারপর থেকেই তারেক থাকতেন লন্ডনে। তবে শেখ হাসিনা বিদেশে চলে যেতেই মুক্তি পেয়েছেন খালেদা জিয়া। সেই সঙ্গেই এবার বিদেশ থেকে ফিরছেন খালেদা পুত্র তারেক রহমান।

আসলে ২০০৪ সালে শেখ হাসিনাকে হত্যা করার চক্রান্ত করা হয়েছিল। শেখ হাসিনা বেঁচে গেলেও সেই সময় একাধিক জনের মৃত্যু হয়েছিল। আর এই ঘটনায় তারিক রহমানের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তবে পরিস্থিতি বিপাকে যেতে পারে সেটা আঁচ করেই তিনি বিদেশে পালিয়ে যান। নানা মামলায় তারেককে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারেক দেশে ছিলেন না। সেই তারেকই ফিরছেন বাংলাদেশে। সেই তারেকই বুধবার ঢাকায় বিএনপির বিরাট সভায় ভিডিয়ো বার্তা দেন। তবে কি ছাত্র আন্দোলন দিয়ে যে দিন বদলের শুরু তার রাশ কি এবার চলে যাবে তারেকদের হাতে?  

এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শেখ হাসিনা যখন বাংলাদেশে ক্ষমতায় ছিলেন তখন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ ছিল না। নানা ক্ষেত্রে একাধিকবার ভারতে আসতেন তিনি। তবে জামাত নির্ভর বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ভারত- বাংলাদেশের সম্পর্কে নানা সময়ে জটিলতা তৈরি হত। তবে কি ফের সেই সময়টা আসন্ন?

এদিকে নানা সময়ে বাংলাদেশের একাংশ বার বার ভারত বিরোধী নানা প্রচার করেছে। এমনকী হাসিনা ক্ষমতায় আসার পরে আচমকা এই হাওয়াটা উঠতে শুরু করেছিল। সোশ্যাল মিডিয়াতেও নানা সময় ভারত বিরোধী একটা প্রচার করার চেষ্টা করা হয়। এবার প্রশ্ন উঠছে তবে কি গোটাটাই অত্যন্ত পরিকল্পনা করে করা হত? 

 

 

পরবর্তী খবর

Latest News

IND v BAN: ভারত-বাংলাদেশ টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান কাদের? সেরা ৫-এ রয়েছেন কোহলি বিতর্কের কোনও মানে হয় না, প্রধান বিচারপতির বাড়িতে মোদীর গণেশ বন্দনা, লিখলেন MP লাগাতার বিক্ষোভ-মিছিলে পুজোর আগে ক্ষতি ব্যবসার, পালটা পথে নামছেন হকাররা ভেজা জামাকাপড়ে স্বস্তিতে থাকতে পারছে না জুনিয়র ডাক্তাররা, হাত বাড়াল শহরবাসী বিপর্যয়ের ৪২ দিন পর বিদ্যুৎ ফিরল হিমাচলের গ্রামে, এখনও বিচ্ছিন্ন যোগাযোগ বাবা, ভাই, প্রেমিকাকে দায়ী করে ফেসবুক লাইভে এসে গঙ্গায় ঝাঁপ যুবকের, মেলেনি দেহ ‘আমিও দুজনের নামও বলেছি’,যৌন হেনস্থা নিয়ে মুখ্যমন্ত্রীকে কী বলেন ঋতাভরী লেভার কাপ থেকে নাম প্রত্যাহার নাদালের, এবার কি অবসর নেবেন? সোনারপুরে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি-বাড়ি পৌঁছে যাবে গ্যাস, দ্রুত গতিতে চলছে কাজ TMC-র নামে দোষ দিতে ডাক্তারদের মাথা ফাটানোর ‘প্লট’ বামেদের! ‘ভয়ংকর’ দাবি কুণালের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.