বিশেষ হেলিকপ্টারে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে তিনি ভারতে চলে এসেছেন বলে খবর। এবার হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কে এই তারেক রহমান?
ভারত বিরোধী মুখ বলেই পরিচিত তিনি। খালেদা জিয়ার পুত্র। লন্ডন থেকে ফিরছেন তিনি। ইতিমধ্য়েই তিনি এনিয়ে ভিডিয়ো বার্তাও দিয়েছেন। তবে এই সেই তারেক রহমান যিনি একটা সময় ইন্ডিয়া আউট প্রচারের অন্যতম জনক ছিলেন। সেই তারেক রহমানই এবার ফিরছেন বাংলাদেশে।
মূলত বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে শেখ হাসিনা বসার পরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইন্ডিয়া আউট প্রচার শুরু হয়েছিল। ইন্ডিয়ার পণ্য বর্জনের ব্যাপারেও সেই সময় একটা প্রচার চলত বাংলাদেশে। আর সেই প্রচারের নেপথ্যে ছিলেন এই তারেক রহমান।
এদিকে বিএনপি নেতৃত্বের দাবি, তারেক রহমানকে মিথ্যে মামলা দিয়ে নির্বাসনে পাঠানো হয়েছিল। তারপর থেকেই তারেক থাকতেন লন্ডনে। তবে শেখ হাসিনা বিদেশে চলে যেতেই মুক্তি পেয়েছেন খালেদা জিয়া। সেই সঙ্গেই এবার বিদেশ থেকে ফিরছেন খালেদা পুত্র তারেক রহমান।
আসলে ২০০৪ সালে শেখ হাসিনাকে হত্যা করার চক্রান্ত করা হয়েছিল। শেখ হাসিনা বেঁচে গেলেও সেই সময় একাধিক জনের মৃত্যু হয়েছিল। আর এই ঘটনায় তারিক রহমানের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তবে পরিস্থিতি বিপাকে যেতে পারে সেটা আঁচ করেই তিনি বিদেশে পালিয়ে যান। নানা মামলায় তারেককে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারেক দেশে ছিলেন না। সেই তারেকই ফিরছেন বাংলাদেশে। সেই তারেকই বুধবার ঢাকায় বিএনপির বিরাট সভায় ভিডিয়ো বার্তা দেন। তবে কি ছাত্র আন্দোলন দিয়ে যে দিন বদলের শুরু তার রাশ কি এবার চলে যাবে তারেকদের হাতে?
এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শেখ হাসিনা যখন বাংলাদেশে ক্ষমতায় ছিলেন তখন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ ছিল না। নানা ক্ষেত্রে একাধিকবার ভারতে আসতেন তিনি। তবে জামাত নির্ভর বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ভারত- বাংলাদেশের সম্পর্কে নানা সময়ে জটিলতা তৈরি হত। তবে কি ফের সেই সময়টা আসন্ন?
এদিকে নানা সময়ে বাংলাদেশের একাংশ বার বার ভারত বিরোধী নানা প্রচার করেছে। এমনকী হাসিনা ক্ষমতায় আসার পরে আচমকা এই হাওয়াটা উঠতে শুরু করেছিল। সোশ্যাল মিডিয়াতেও নানা সময় ভারত বিরোধী একটা প্রচার করার চেষ্টা করা হয়। এবার প্রশ্ন উঠছে তবে কি গোটাটাই অত্যন্ত পরিকল্পনা করে করা হত?