রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব। হোলি উপলক্ষে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে পুলিশকে জোর করে নাচতে বলা হচ্ছে। হোলির আনন্দে ডুবে রয়েছেন তেজপ্রতাপ। তাঁকে এক পুলিশকে বলতে শোনা যায়, হে সিপাহী…একটি গান বাজানো হবে যার উপর আপনাকে ঠুমকা লাগাতে হবে। আজ না ঠুমকা লাগালে তোমাকে সাসপেন্ড হয়ে যাবে।
মঞ্চে মাইকে তেজপ্রতাপ বলেন, অ্যায় দীপক একটি গান বাজাবেন, তাতে নাচতে হবে, খারাপ লাগবে না হোলি। এরপর যখন গানটি বাজানো হয়, তখন ওই সিপাহীকেও নাচতে দেখা যায়। হোলির দিন তেজপ্রতাপ তাঁর সমর্থকদের সঙ্গে হোলি উদযাপন করেছিলেন। তাঁর বাসভবনে একটি হোলি রঙ্গোৎসবের আয়োজন করা হয়েছিল যেখানে বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তেজ প্রতাপের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তীব্র ভাইরাল হচ্ছে।
এর আগে হোলির দিন তেজপ্রতাপকে এক অনন্য স্টাইলে দেখা গিয়েছিল, যখন তিনি হেলমেট ছাড়াই সঙ্গীর সঙ্গে স্কুটিতে বেরিয়েছিলেন। তাদের পেছনে ছিল বাইকে আরোহী সমর্থকরা। মুখ্যমন্ত্রীর বাসভবনের পাশ দিয়ে যাওয়ার সময় তেজপ্রতাপ নীতীশ কুমারকে 'পল্টু চাচা' বলে সম্বোধন করেন। তাঁর সমর্থকরা 'তেজ প্রতাপ ভাইয়া জিন্দাবাদ' স্লোগান দিচ্ছিলেন। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তেজপ্রতাপ জানান, এ বার মুখ্যমন্ত্রী হতে চলেছেন তেজস্বী। কেউ তাদের থামাতে পারবে না। হোলি উপলক্ষে তেজপ্রতাপ পুরো রঙিন হয়ে বসেছিলেন সোফায়। খবর লাইভ হিন্দুস্তান সূত্রে।