বাংলা নিউজ > ঘরে বাইরে > Sonali Phogat: সোনালির শরীরে আঘাতের দাগ, ময়নাতদন্তের রিপোর্টে নয়া মোড়

Sonali Phogat: সোনালির শরীরে আঘাতের দাগ, ময়নাতদন্তের রিপোর্টে নয়া মোড়

মঙ্গলবার গোয়াতে মৃত্যু হয়েছিল সোনালি ফোগটের। (PTI Photo) (HT_PRINT)

সোনালি ফোগাটের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। এবার ময়নাতদন্তের রিপোর্টকে ঘিরে নয়া মোড় সোনালির মৃত্যুকাণ্ডে।

অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সোনালি ফোগাটের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দুই সহযোগী সুধীর সাগওয়ান ও সুখবিন্দর ওয়াসিকে আটক করল গোয়া পুলিশ। তার ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে শরীরে। ভোঁতা জাতীয় কিছু দিয়ে আঘাতের দাগ রয়েছে শরীরে। এরপরই ফোগটের দুই সঙ্গীকে জেরা করা হচ্ছে। ডিজিপি যশপাল সিং জানিয়েছেন আমরা তাদের জেরা করব। কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়নি।

৪২ বছর বয়সী ওই নেত্রী তথা অভিনেত্রীর মৃত্যুতে এবার খুনের ধারা লাগু করা হল। পুলিশ সূত্রে খবর, গত ২২ অগস্ট তিনি যখন গোয়াতে এসেছিলেন সেদিন ওই নেত্রীর সঙ্গে দুজন সহযোগী ছিলেন।বুধবার ফোগাটের দাদা রিঙ্কু ঢাকা পুলিশের কাছে ওই দুই সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। এরপর বৃহস্পতিবার ফোগাটের দেহের ময়নাতদন্ত হয় গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর জানিয়েছেন, ফোগতের ভিসেরা চন্ডীগড় ও গোয়াতে পরীক্ষা করা হবে। 

পুলিশ জানিয়েছে, ফোগাটের দাদার দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। এদিকে দাদার অভিযোগ একেবারে পূর্ব পরিকল্পিতভাবে সোনালি ফোগাটকে খুন করা হয়েছে। তিনি জানিয়েছেন গোয়াতে আসার পরে আমি নিজে থেকে কিছু তদন্ত করেছি। তখনই বুঝতে পারি এটা স্বাভাবিক মৃত্যু নয়।

যেদিন খুনের ঘটনা হয়েছে তার আগে সোনালি মা, বোন, আমার সঙ্গে কথা বলেছিল। আমরা বুঝতে পারছিলাম ও সমস্যার মধ্যে ছিল। আমরা বলেছিলাম ওদের থেকে দূরে থাকতে। কিন্তু রাতেই সব শেষ হয়ে গেল। জানিয়েছেন সোনালির দাদা। পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল।

গত ২০১৯ সালে বিজেপির টিকিটে হরিয়ানা বিধানসভা নির্বাচনেও লড়েছিলেন সোনালি ফোগাট। মৃত্যুর আগে টুইটারে নিজেরি প্রোফাইল পিকচার বদলেছিলেন তিনি। গোয়াতে উদ্ধার হয়েছিল তার দেহ। 

 

বন্ধ করুন