কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী ভারতের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে সরকারের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামীদের অপমান করার অভিযোগও তুলেছেন তিনি। দেশের ৭৬তম স্বাধীনতা দিবসে তিনি বলেন, ‘রাজনৈতিক ফায়দা তোলার জন্য যে ভুল বক্তৃতা করা হচ্ছে তার বিরোধিতা করবে কংগ্রেস।’
সোনিয়া বলেন, ‘গত ৭৫ বছরে ভারত নিজের প্রতিভাবান দেশবাসীদের কঠোর পরিশ্রমের ভিত্তিতে বিজ্ঞান, শিক্ষা, স্বাস্থ্য এবং তথ্য প্রযুক্তি সহ সমস্ত ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে একটি চিহ্ন রেখে গিয়েছে। ভারতের গণতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালী হয়েছে এই সময়ে। পাশাপাশি দূরদর্শী নেতাদের নেতৃত্বে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে। এর পাশাপাশি ভারত একটি নেতৃস্থানীয় দেশ হিসাবে নিজের গর্বিত পরিচয় তৈরি করেছে। আমাদের দেশ সর্বদা ভাষা ধর্মের বহুত্ববাদী পরীক্ষা মেনে চলে।’
আরও পড়ুন: আগামী ২৫ বছরের নীল নকশা থেকে নেহরু স্মরণ, একনজরে মোদীর ‘স্বাধীনতা মন্ত্র’
সোনিয়া আরও বলেন, 'বন্ধুরা, গত ৭৫ বছরে আমরা অনেক কিছু অর্জন করেছি, কিন্তু আজকের আত্মতুষ্টিমূলক সরকার আমাদের স্বাধীনতা সংগ্রামীদের মহান আত্মত্যাগ এবং দেশের গৌরবময় অর্জনকে তুচ্ছ করতে উদ্যত। এটা কখনও মেনে নেওয়া যায় না। ভারতীয় জাতীয় কংগ্রেস রাজনৈতিক লাভের জন্য ঐতিহাসিক তথ্যের ভুল উপস্থাপনের বিরোধিতা করবে। পাশাপাশি মিথ্যার ভিত্তিতে গান্ধী, নেহরু, প্যাটেল, আজাদজির মত মহান জাতীয় নেতাদের কাঠগড়ায় দাঁড় করানোর প্রতিটি প্রচেষ্টার তীব্র বিরোধিতা করবে কংগ্রেস।'