বাংলায় বিজেপি পেয়েছে মাত্র ১২টি আসন। সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৯টি আসন। গোটা দেশে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। শরিক ধরে এখন এনডিএ সরকার গড়ে উঠেছে। রবিবার রাতেই হয়েছে শপথগ্রহণ। আর এবার আজ, সোমবার কংগ্রেস সংসদীয় দল দেখা করল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। আজ তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কারণ সম্পর্ক তো রক্তঋণের। তাই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে হাজির ছিলেন শেখ হাসিনা। তাই তাঁকে আমন্ত্রণ করে পুরনো সম্পর্ক যেন ঝালাই করে নিলেন সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী।
এই সম্পর্ক আজকের নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পাশে দাঁড়িয়ে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেদিন ওই হাত বাড়িয়ে না দিলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ফল হতো কিনা প্রশ্ন আছে। ১৯৭১ সালে সেই মুক্তিযুদ্ধ মিটে গেলেও ভারত–বাংলাদেশ সম্পর্ক অটুট রয়ে গিয়েছে। তাই আজ যখন পরস্পরের দেখা হল তখন একে অন্যকে জড়িয়ে ধরে প্রাণখোলা হাসিতে মেতে ওঠেন। একে অন্যকে জিজ্ঞাসা করলেন, ‘কেমন আছেন?’ এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের সাফল্যের জন্য তাঁদের অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর সোনিয়া, প্রিয়াঙ্কা থেকে রাহুল তাঁর শরীর–স্বাস্থ্যের খোঁজ নেন।
আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর জন্য খোলা যাচ্ছে না স্কুল, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইনজীবীরা
প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে শুধু শেখ হাসিনা এসেছেন এমন নয়। মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজু, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ‘প্রচণ্ড’, শ্রীলঙ্কার প্রেসিজেন্ট রনিল বিক্রমসিংঘে–সহ আরও অনেকে। রবিবার শপথ অনুষ্ঠান হয়ে গিয়েছে রাষ্ট্রপতি ভবনে। যা প্রত্যক্ষ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের বিদেশমন্ত্রী মহম্মদ হাসান মামুদ জানান, শেখ হাসিনা নতুন সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক এবং তাতে দু’দেশের সম্পর্ক আরও মজবুত হবে।
এরপরই আজ দেখা করেন কংগ্রেসের সংসদীয় দলের সঙ্গে। গান্ধী পরিবারের সঙ্গে বাংলাদেশের তথা বঙ্গবন্ধুর পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। তাই পরস্পরকে কাছে পেয়ে যেন আপনজনের স্বাদ পেলেন প্রত্যেকেই। সুন্দর একটা সময় কাটল পরস্পরের মধ্যে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নেওয়ার পর একান্ত বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এটা চেয়েছিলেন শেখ হাসিনা স্বয়ং বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসার আমন্ত্রণ করেছেন শেখ হাসিনা বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।