কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী মেডিকেল চেক আপের জন্য বিদেশ ভ্রমণে যাচ্ছেন। রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তাঁর সঙ্গে থাকবেন বলে মঙ্গলবার জানানো হয় দলের তরফে। তবে ঠিক কবে তাঁরা বিদেশ যাচ্ছেন, তা নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে এরই মধ্যে আজ কংগ্রেস সভাপতি নির্বাচন নিয়ে বৈঠক নিয়ে বড় ঘোষণা করে কংগ্রেস। এদিকে ৪ সেপ্টেম্বর থেকে কংগ্রেসের ‘হল্লা বোল’ মিছিল হওয়ার কথা। সেই মিছিলেও গান্ধীরা থাকবেন কি না এখন তা নিশ্চিত না।
আজ কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এক টুইট করে জানান, কংগ্রেস সভাপতি নির্বাচনের সময়সূচী ঠিক করতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে ২৮ অগস্ট। সেদিন বিকেল সাড়ে ৩টের সময় এই বৈঠক অনুষ্ঠিত হবে। কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এই সভার সভাপতিত্ব করবেন।
আরও পড়ুন: ‘কেজরির নির্দেশেই কেন্দ্রীয় মন্ত্রীর নাম করে ফোন’, বিস্ফোরক যোগেন্দ্র যাদব
এদিকে কংগ্রেসের পরবর্তী সভাপতি পদে কে বসতে চলেছেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, রাহুল গান্ধী এখনও এই পদে বসতে নারাজ। শুধু তাই নয়, তিনি চান না যে প্রিয়াঙ্কা গান্ধী বা সোনিয়া গান্ধী এই পদে বসুক। তিনি অ-গান্ধী কাউকেই এই পদে দেখতে চাইছেন। এই আবহে পরবর্তী কংগ্রেস সভাপতির সম্ভাব্য নাম নিয়ে জোর জল্পনা দিল্লির রাজনৈতিক মহলে। এর আগে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর কংগ্রেসের সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধী। এরপর থেকে দলের অন্তরবর্তীকালীন সভাপতি পদে রয়েছেন সোনিয়া।