বাংলা নিউজ > ঘরে বাইরে > সমালোচকরাও ইন্দিরার ওই বিশেষ দিকটি স্বীকার করেন…মনে করালেন সোনিয়া

সমালোচকরাও ইন্দিরার ওই বিশেষ দিকটি স্বীকার করেন…মনে করালেন সোনিয়া

ইন্দিরা গান্ধী শান্তি পুরষ্কার অনুষ্ঠানে সোনিয়া গান্ধী।(PTI Photo/Atul Yadav) (PTI)

সোনিয়া জানিয়েছেন, দেশের সমস্ত ক্ষেত্রে আত্মনির্ভরতার উপর জোর দিতেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বিশেষত বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উপর তিনি জোর দিতেন। সামাজিক উন্নতির জন্য় তিনি শিক্ষার মূল্যবোধের উপর জোর দিতেন।

প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সমালোচকরাও স্বীকার করেন তাঁর ব্যক্তিত্বের কথা। তিনি কী ছিলেন, তিনি কী করতেন সেটা তাঁরা স্বীকার করেছেন। একথা জানালেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী। প্রথম নামে একটি এনজিওকে সোনিয়া ইন্দিরা গান্ধী শান্তি পুরষ্কার তুলে দেন। শিক্ষায় উন্নতির নিরিখে এই পুরষ্কার দেওয়া হয়েছে।

সোনিয়ার মতে, ইন্দিরা ছিলেন দেশপ্রেমের প্রতি দায়বদ্ধ, তাঁর ধর্মনিরপেক্ষতা, তাঁর আপোসহীন সাহসিকতা, গরিব মানুষের প্রতি তাঁর মমত্ব, মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগের কথা তুলে ধরেন সোনিয়া।

পাশাপাশি সোনিয়া জানিয়েছেন, দেশের সমস্ত ক্ষেত্রে আত্মনির্ভরতার উপর জোর দিতেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বিশেষত বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উপর তিনি জোর দিতেন। সামাজিক উন্নতির জন্য় তিনি শিক্ষার মূল্যবোধের উপর জোর দিতেন। পরিবেশরক্ষার উপরেও বিশেষভাবে জোর দিতেন ইন্দিরা।

আসলে নেহেরু- গান্ধী পরিবার সম্পর্কে নানা সময়ে বিরূপ মন্তব্য করেন বর্তমান শাসকদল। এবার তারও জবাব দিলেন রাজীব পত্নী সোনিয়া গান্ধী। প্রথম নামে ওই সংস্থার হাতে পুরষ্কার তুলে দিয়ে তিনি স্বামী বিবেকানন্দর বাণী তুলে ধরেন। প্রথম নামে ওই সংস্থা প্রায় তিরিশ বছর ধরে শিক্ষাক্ষেত্রের উন্নতিতে কাজ করে যাচ্ছে। সেই সংস্থার হাতে তুলে দেওয়া হল ইন্দিরার নামাঙ্কিত পুরষ্কার।

 

বন্ধ করুন