অশান্ত সিরিয়ায় নিরাপদ ও সুরক্ষিত আছেন ভারতীয়রা। এমনটাই নাকি জানিয়েছে দামাস্কাসে অবস্থিত ভারতীয় দূতাবাস। সংবাদ সংস্থা এএফপি সূত্রে এই দাবি করা হচ্ছে।
তাদের বক্তব্য, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী শহরে (দামাস্কাসে) এখনও সচল রয়েছে ভারতের দূতাবাস। এবং সেখান থেকে সিরিয়ায় বসবাসকারী প্রত্যেক ভারতীয়ের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রের আরও দাবি, সিরিয়ায় এই মুহূর্তে যত ভারতীয় রয়েছেন, তাঁরা সকলেই ভালো আছেন। তাঁদের যেকোনও সময়, যেকোনও সহযোগিতা করার জন্য ভারতীয় দূতাবাস প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, ইতিমধ্যেই ইসলামপন্থী বিদ্রোহীরা ঘোষণা করেছে, তারা বাশার আল-আসাদের স্বৈরাচারী শাসন থেকে সিরিয়াকে মুক্ত করে দিয়েছে।
প্রসঙ্গত, এর আগে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি ট্রাভেল অ্যাডভাইজরি বা ভ্রমণ সংক্রান্ত সতর্কবার্তা জারি করা হয়েছিল। গভীর রাতের ওই বিজ্ঞপ্তি ছিল মূলত সিরিয়ায় বসবাসকারী ভারতীয় কিংবা কোনও কাজে সেখানে আটকে যাওয়া ভারতীয়দের উদ্দেশে।
তাতে বলা হয়েছিল, যত দ্রুত সম্ভব ভারতীয়দের সিরিয়া ছাড়তে হবে। সেটা সম্ভব না হলে, ভারতীয়রা যাতে প্রয়োজন ছাড়া একেবারেই প্রকাশ্যে ঘোরাফেরা না করেন, সেই বিষয়ে তাঁদের সতর্ক করা হয়েছিল। এবং যাঁরা সিরিয়ায় যাতায়াত করেন, তাঁদের বলা হয়েছিল, পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত সিরিয়ায় যাবেন না।
বিদেশ মন্ত্রকের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে একইসঙ্গে একটি হেল্পলাইন নম্বর এবং একটি আপৎকালীন ইমেল আইডি দেওয়া হয়েছিল। সেগুলি হল, +963 993385973 এবং hoc.damascus@mea.gov.in - সিরিয়ায় থাকা ভারতীয়রা যেকোনও সমস্যায় এই দুই মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। সংশ্লিষ্ট মোবাইল নম্বরে 'কল' করার পাশাপাশি হোয়াট্সঅ্যাপ মেসেজও করা যাবে।
শুক্রবার ভারতের তরফে আরও বলা হয়েছিল, নয়া দিল্লি সিরিয়ার পরিস্থিতির দিকে সর্বক্ষণ নজর রাখছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রসঙ্গে বলেন, 'সিরিয়ার উত্তর অংশে নতুন করে সংঘর্ষ আরম্ভ হয়েছে। আমরা সেদিকে নজর রাখছি। আমরা সর্বক্ষণ পরিস্থিতির খবর রাখছি।'
সূত্রের খবর, এই মুহূর্তে সিরিয়া প্রায় ৯০ জন ভারতীয় রয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জন রাষ্ট্রসংঘে কর্মরত। তাঁরা রাষ্ট্রসংঘের বিভিন্ন শাখা সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন এবং সেই শাখার প্রতিনিধি হিসাবেই সিরিয়ায় কাজ করছেন।
সিরিয়ার ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী 'হায়াত তেহরির আল-ইসলাম'-এর সদস্যরা ঘোষণা করেছে, তারা দামাস্কার শহর দখল করার কিছুক্ষণের মধ্যেই সেখানে তাদের নেতা আবু মহম্মদ আল-জোলানি এসে উপস্থিত হয়েছেন। এবং তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বিতাড়িত করেছে।
যে বিদ্রোহী এই বার্তা দিয়েছে বলে দাবি করা হচ্ছে, তার নাম - আহমেদ আল-শারা। অনলাইন মেসেজিং অ্যাপ টেলিগ্রামে একটি বিবৃতি দিয়েছে সে। যাতে বলা হয়েছে, 'নতজানু হয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাই'। মনে করা হচ্ছে, দামাস্কাস দখল করার পর এই বার্তা অনলাইনে পোস্ট করেছে আহমেদ আল-শারা।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওই বিদ্রোহী হাঁটু গেঁড়ে একটি প্রান্তরে বসেছে, এবং সামনে ঝুঁকে মাটিতে মাথা ছোঁয়াচ্ছে।