বাংলা নিউজ > ঘরে বাইরে > Truecaller IT Survey: ট্রুকলারের জোড়া অফিসে আয়কর সমীক্ষা, করফাঁকির অভিযোগের স্বপক্ষে নথি সংগ্রহ: রিপোর্ট

Truecaller IT Survey: ট্রুকলারের জোড়া অফিসে আয়কর সমীক্ষা, করফাঁকির অভিযোগের স্বপক্ষে নথি সংগ্রহ: রিপোর্ট

প্রতীকী ছবি

ট্রুকলারের আরও দাবি, ভারতে কাজ করার জন্য তাদের যে কর দেওয়ার কথা, তার সবটুকুই তারা দিয়েছে। যে যে অঞ্চলের ট্রুকলার কাজ করছে, সেখানকার নিয়ম মেনেই তারা কর প্রদান করেছে বলেও সংশ্লিষ্ট বিবৃতিতে দাবি করা হয়েছে।

কর ফাঁকি দেওয়ার অভিযোগে কি আরও বিপাকে সুইডিশ সংস্থা ট্রুকলার? কারণ সূত্রের দাবি, ইতিমধ্যেই সংস্থার ভারতীয় অফিসগুলি থেকে এই অভিযোগের প্রমাণ স্বরূপ বিভিন্ন নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এমনকী, তদন্তকারীদের হাতে বেশ কিছু ডিজিট্যাল নথিও এসেছে বলে দাবি করা হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার এই সংস্থার ভারতের একাধিক অফিসে সমীক্ষা অভিযান চালান আয়কর বিভাগের আধিকারিকরা। শুক্রবার সিএনএন-নিউজ১৮ -এর পক্ষ থেকে দাবি করা হয়, বৃহস্পতিবারের সেই অভিযানেই নাকি সাফল্য পেয়েছেন তদন্তকারীরা।

সংশ্লিষ্ট তথ্য অনুসারে, ভারতে ট্রু কলারের গুরুগ্রাম এবং বেঙ্গালুরুর অফিসে এই অভিযান চালানো হয়েছে। অন্যদিকে, সংস্থার স্টকহোমের সদর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তদন্তকারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে।

সংবাদ সংস্থা পিটিআই-কে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।

আয়কর আধিকারিকদের সংশ্লিষ্ট সূত্র এই প্রসঙ্গে জানিয়েছে, এই সমীক্ষা অভিযানের প্রধান উদ্দেশ্যই ছিল, কর ফাঁকি সংক্রান্ত অভিযোগের সত্যাসত্য যাচাই করা এবং এই সম্পর্কিত তথ্যপ্রমাণ ও নথি সংগ্রহ করা।

এর পাশাপাশি, ট্রান্সফার প্রাইসিং নিয়ে যে অভিযোগ উঠছে, তাও খতিয়ে দেখছেন আয়কর আধিকারিকরা।

এর আগে আয়কর বিভাগের আধিকারিকদের তরফে জানা গিয়েছিল, এটি আসলে তল্লাশি অভিযান। প্রসঙ্গত, কেবলমাত্র তদন্ত প্রক্রিয়ার অধীনে থাকা কোনও ব্যক্তি বা সংস্থার অধীনে থাকা কোনও স্থানেই এই ধরনের সমীক্ষা বা তল্লাশি অভিযান চালানো হয়।

ট্রুকলারের ওয়েবসাইট বলছে, ভারতে মোট তিনটি শহরে তাদের অফিস রয়েছে। এগুলি হল - বেঙ্গালুরু, মুম্বই এবং গুরুগ্রাম।

সংস্থার তরফে আমজনতার উদ্দেশে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, 'বৃহস্পতিবার, অর্থাৎ - ২০২৪ সালের ৭ নভেম্বর ট্রুকলারের ভারতে অবস্থিত অফিসগুলি আয়কর আধিকারিকরা পরিদর্শন করেছেন।'

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, 'আমাদের অফিসগুলিতে এই মুহূর্তে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে ট্রুকলার কর্তৃপক্ষ পূর্ণ সহযোগিতা করছে। এই অভিযান সম্পর্কে আমাদের আগে থেকে কোনও নোটিস দেওয়া হয়নি। ট্রুকলার এই মুহূর্তে সরকারিভাবে ঘোষণার জন্য অপেক্ষা করছে। এবং আয়কর বিভাগের তরফে যোগাযোগ করার অপেক্ষায় রয়েছে।'

সংস্থার তরফে আরও জানানো হয়েছে, এই ধরনের ঘটনা মোটেও ব্যতিক্রমী কিছু নয়। এবং ট্রুকলার কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সবরকম সহযোগিতা করবে।

সংস্থার আরও দাবি, তারা 'সম্পূর্ণ স্বচ্ছতা' বজায় রেখেই মানুষকে এবং গ্রাহকদের পরিষেবা দেয়। যদিও একইসঙ্গে সংস্থার তরফে আরও দাবি করা হয়, সাধারণ এবং নিয়মিত কর অডিট ছাড়া আর কোনও ধরনের আয়কর সংক্রান্ত তদন্তের মধ্য়ে দিয়ে ট্রুকলারকে যেতে হচ্ছে না।

ট্রুকলারের আরও দাবি, ভারতে কাজ করার জন্য তাদের যে কর দেওয়ার কথা, তার সবটুকুই তারা দিয়েছে। যে যে অঞ্চলের ট্রুকলার কাজ করছে, সেখানকার নিয়ম মেনেই তারা কর প্রদান করেছে বলেও সংশ্লিষ্ট বিবৃতিতে দাবি করা হয়েছে।

ট্রুকলারের ওয়েবসাইট অনুসারে, প্রতি মাসে ৪২৫ মিলিয়ন ইউজার তাদের পরিষেবা সরাসরি ব্যবহার করেন।

পরবর্তী খবর

Latest News

অবাঙালি ট্যাক্সি চালকের হাতে হেনস্থা, হুমকি! গাড়ি থেকে নামানো হল সৌমিত্রকে ‘বিদেশি লিগে’ ছাড়বে না ECB, প্রতিবাদে দ্য হান্ড্রেড বয়কটের পথে ব্রিটিশ তারকারা! ‘বাঙালি পুরুষও যে ভাল নাচতে পারে…’! ব্রেকডান্স করে টোটা এখন ‘টলিউডের হৃতিক’ রান্নাঘরের এসব জিনিস সরষের তেলে মিশিয়ে মাথায় মাখুন, চুল বাড়বে দ্বিগুণ ‘কামদুনির মতো জয়নগরের দোষীও হাইকোর্টে খালাস পেয়ে যাবে না তো?’ বনগাঁ রেল স্টেশনের লাইনে ফাটল, বন্ধ সব লোকাল ট্রেন, চরম নাকাল নিত্যযাত্রীরা ‘এই করি, একে ডিভোর্স দিয়ে ওকে…’! সুস্মিতাকে ‘বিয়ের’ কথায় কী জবাব দিলেন সাহেব ইউনুস জমানায় বাংলাদেশ থেকে কতজন অনুপ্রবেশ করেছে ভারতে? জানাল BSF হিন্দু ভোট মেরুকরণের আশঙ্কা, বাংলাদেশ পরিস্থিতি কি কাছাকাছি আনছে মোদী - মমতাকে? ঠোঁটফাটা থেকে শুরু করে মুখের দুর্গন্ধ, সব ক’টিই নানা রোগের লক্ষণ, কখন সতর্ক হবেন

IPL 2025 News in Bangla

BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের… ভিডিয়ো-অ্যাডিলেডে কেকেআর নিয়ে খোঁটা স্টার্ককে, মুখের ওপর জবাব অজি পেসারের ধোনির সঙ্গে ১০ বছরের বেশি কথা নেই, নিজেই জানালেন হরভজন, ঝামেলা কি জোরদার? কেরল ম্যাচের পর মহারাষ্ট্র ম্যাচেও নেই সচিনপুত্র! গোয়া দল থেকেও কি বাদ অর্জুন? ভাইরাল ‘গুলাবি শরারা’য় জমিয়ে ঠুমকা ধোনির, সাক্ষীকে দিলেন টেক্কা! দেখুন ভিডিয়ো IPLর আগে স্বস্তিতে CSK! ৩০ লাখের শ্রেয়স গোপাল সৈয়দ মুস্তাক আলিতে নিল হ্যাটট্রিক… ক্রিকেট মাঠ ছেড়ে SBIর ডিউটিতে! ভারতের প্রাক্তন ক্রিকেটার মন দিচ্ছেন নতুন কাজে… KKRর সুসংবাদ! আবু ধাবি T10 জিতলেন রাসেল-নরকিয়া! ফাইনালে দুরন্ত বোলিং নরকিয়ার! পন্তের রেকর্ড ভাঙার পর ফের ঝোড়ো সেঞ্চুরি IPL-এ ‘ব্রাত্য’ উর্ভিল প্যাটেলের এখনও ধোনিকে আউট করার ঘোরে যশ দয়াল, স্টোরি পোস্ট করতেই ট্রোল মাহি ভক্তদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.