বাংলা নিউজ > ঘরে বাইরে > প্রথম বেসরকারি ট্যাক্সি ফ্লাইটে মহাকাশে পাড়ি দিল স্পেসএক্স-এর যান, সওয়ারি ৪

প্রথম বেসরকারি ট্যাক্সি ফ্লাইটে মহাকাশে পাড়ি দিল স্পেসএক্স-এর যান, সওয়ারি ৪

রবিবার রাতে আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে তিন জন মার্কিন ও এক জাপানি মহাকাশচারীকে নিয়ে রওনা দিল স্পেসএক্স-এর ফ্যালকন রকেট।

পৃথিবীর হিসাবে সোমবার গভীর রাতে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে পৌঁছবে রকেটের উপরে যুক্ত ড্রাগন ক্যাপসুল ‘রেসিলিয়েন্স’।

এই প্রথম পুরোদস্তুর বেসরকারি ট্যাক্সি ফ্লাইটে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে পাড়ি দিলেন নাসা-র চার মহাকাশচারী, সৌজন্যে আমেরিকার স্পেসএক্স সংস্থা। 

রবিবার রাতে কেনেডি স্পেস সেন্টার থেকে তিন জন মার্কিন ও এক জাপানি মহাকাশচারীকে নিয়ে রওনা দিল স্পেসএক্স-এর ফ্যালকন রকেট। পৃথিবীর হিসাবে সোমবার গভীর রাতে মহাকাশ কেন্দ্রে পৌঁছবে রকেটের উপরে যুক্ত ড্রাগন ক্যাপসুল ‘রেসিলিয়েন্স’। আগামী বসন্তকাল পর্যন্ত সেখানেই থাকবে স্পেসএক্স-এর মহাকাশ যান। 

কোভিড মহামারীর বিরুদ্ধে লড়াইকে স্মরণীয় করে রাখতেই ক্যাপসুলের নাম রাখা হয়েছে ‘রেসিলিয়েন্স,’ অর্থাৎ প্রতিরোধ। নিজে কোভিড সংক্রমিত হওয়ার কারণে সমগ্র প্রক্রিয়ার উপরে দূর থেকে নজর রাখেন স্পেসএক্স প্রধান এলন মাস্ক। এর আগে তিনি টুইটারে জানিয়েছিলেন, তাঁর মৃদু কোভিড উপসর্গ ধরা পড়ার কারণে নিজেকে বিচ্ছিন্ন রেখেছেন। 

রবিবারের উৎক্ষেপণের মাকত্র কয়েক মাস আগেই দুটি পাইলট টেস্ট ফ্লাইট উৎক্ষেপণ করে স্পেসএক্স। মনে করা হচ্ছে, এ দিনের অভিযানের সুবাদে আমেরিকা থেকে মহাকাশ কেন্দ্রে বিজ্ঞানীদের ঘন ঘন যাত্রায় নাসা-র দীর্ঘ লালিত পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। 

গত শুক্রবার অভিযান সম্পর্কে আগাম জানিয়ে নাসা-র প্রশাসনিক প্রধান জিম ব্রাইডেনস্টাইন বলেন, ‘এ আর এক ঐতিহাসিক মুহূর্ত। মনে রাখবেন, প্রত্যেক উড়ানে কড়া নজরদারির ব্যবস্থা থাকছে।’

কোভিড পরিস্থিতির মধ্যে মহাকাশ অভিযানের প্রস্তুতি হিসেবে মহাকাশচারী ও তাঁদের পরিবারের সদস্যদের গত অক্টোবর মাস থেকে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করে নাসা। উৎক্ষেপণ প্রকল্পের সঙ্গে যুক্ত সব কর্মী মুখে মাস্ক ব্যবহার করেন এবং রবিবার কেনেডি সেন্টারে মুষ্টিমেয় অতিথিকেই আমন্ত্রণ জানানো হয়। উৎক্ষেপণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে ওয়াশিংটন থেকে এসে পৌঁছন ভাইস প্রেসিডেন্ট তথা ন্যাশনাল স্পেস কাউন্সিলের চেয়ারম্যান মাইক পেন্স।

স্পেসএক্স-এর এই ফ্লাইট ট্যাক্সি পরিষেবায় মাত্র সাড়ে সাতাশ ঘণ্টায় আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে পৌঁছে যেতে সফল হবেন নভোশ্চররা। 

ঘরে বাইরে খবর

Latest News

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.