জীবনের সঞ্চয় দিয়ে কোনও ফ্ল্যাট কেনার ইচ্ছে থাকে অনেকের। আবার অনেকে বাড়ি করতে চান। মধ্যবিত্ত ভাবনায় এমনই বহু ছোট ছোট স্বপ্ন থেকে যায়। তবে গোটা একটা গ্রাম কেনার ইচ্ছে যদি কারোর থাকে, তাহলে তাঁর জন্য রয়েছে একটি সন্ধান। গত ৩০ বছর ধরে এই গ্রামে কেউ থাকেন না। আর তাইই এবার বিক্রি হচ্ছে।
গ্রামের নামটি ‘স্যালট্রো ডে ক্যাস্ট্রো’। স্পেনের এই গ্রামের অবস্থান পর্তুগালের সীমান্তে। মাদ্রিদ থেকে ৩ ঘণ্টার রাস্তা জামোরা। সেখানেই রয়েছে এই বিশেষ গ্রাম। কী নেই এই গ্রামে! রয়েছে হোটেল, সুইমিং পুল। রয়েছে স্কুল, চার্চ। রয়েছে ৪৪ টি বাড়ি। সিভিল গার্ডদের বাড়িও রয়েছে এখানে। তবে নেই বলতে মানুষ। ২০০০ সালে এই গ্রাম কিনেছিলেন এক ব্যক্তি। ভেবেছিলেন সুন্দর করে গড়ে তুলবেন এই গ্রামকে। এরপর ইউরোজোন সংকটের ফলে ক্রেতার সেই ইচ্ছায় ভাঁটা পড়ে। ফলে বিফলে যায় তাঁ স্বপ্ন। বর্তমানে এই গ্রামের দাম ২২৭০০০ ইউরো। যা ভারতীয় মুদ্রায় ২.১ কোটি টাকা। ক্রেতা ভেবেছিলেন যে এই গ্রামকেই সকলের পছন্দের টুরিস্ট ডেস্টিনেশন বানাবেন তিনি। তবে এখন সেই ইচ্ছে নেই। তিনি বলছেন, যে পরিমাণ অর্থ এই গ্রামকে নতুন করে গড়ে তুলতে দরকার , সেই পরিমাণ অর্থ তাঁর কাছে নেই। সম্পূর্ণরূপে ২ মিলিয়ন ইউরো প্রয়োজম এই গ্রামকে গড়ে তোলার জন্য। যা এই গ্রামের বর্তমান মালিকের কাছে নেই। ফলে তিনি গ্রাম বিক্রি করতে চান।
ওয়েব পেজ ‘আইডিয়ালিস্টা’তে এই গ্রামের কথা উঠে এসেছে। এই গ্রাম বিক্রির তথ্য অন্ততপক্ষে ৫০,০০০ ভিউ পেয়েছে। তবে আদৌ কেউ এই গ্রাম কিনতে এগিয়ে এসেছেন কি ? তবে একটি সূত্র বলেছে, ইতিমধ্যেই ৩০০ জন চেয়েছেন এই গ্রামকে কিনতে। অন্তত আগ্রহ প্রকাশ করেছেন। ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, রাশিয়া সহ একাধিক জায়গা থেকে ক্রেতারা এসেছেন এই গ্রামকে কিনতে। তবে আদৌ কি এই গ্রাম বিক্রি হবে? প্রশ্ন থেকেই যাচ্ছে?