বাংলা নিউজ > ঘরে বাইরে > ছিপ দিয়ে ধরা মাছের বিশেষ কদর ফ্রান্সের রেস্তোরাঁয়

ছিপ দিয়ে ধরা মাছের বিশেষ কদর ফ্রান্সের রেস্তোরাঁয়

ফ্রান্সে ছিপ দিয়ে ধরা মাছের বিশেষ কদর। ছবি ডয়চে ভেলে

খোলা সমুদ্রের বুকে চিহ্নিত এলাকায় তাঁরা জালের বদলে ছিপ দিয়ে মাছ ধরেন৷ তাঁদের মতে, বিপুল পরিমাণের বদলে উচ্চ মানই এই প্রক্রিয়ার মূলমন্ত্র৷ নিকোলা বলেন, ‘এই এলাকা চিরকালই ছিপ দিয়ে মাছ ধরার উপযুক্ত ছিল বলেই আমরা এখানে আসি৷'

জলে জাল ফেলে বিশাল পরিমাণ মাছ ধরলে সেরা স্বাদ পাওয়া কঠিন৷ কিন্তু ছিপ দিয়ে মাছ ধরলে উচ্চমান বজায় থাকে বলে মনে করেন ফ্রান্সের দুই জেলে৷ অভিজাত রেস্তোরাঁয় তাঁদের ধরা মাছের বিশেষ কদর রয়েছে৷ ফ্রান্সের ব্রিটানি উপকূলে স্যাঁ জেনোল বন্দরে সূর্যোদয় হচ্ছে৷ নিকোলা শালেয়া ও নাতান রুলো ছিপ দিয়ে মাছ ধরার কাজকে পেশাদারী পর্যায়ে নিয়ে এসেছেন৷

খোলা সমুদ্রের বুকে চিহ্নিত এলাকায় তাঁরা জালের বদলে ছিপ দিয়ে মাছ ধরেন৷ তাঁদের মতে, বিপুল পরিমাণের বদলে উচ্চ মানই এই প্রক্রিয়ার মূলমন্ত্র৷ নিকোলা বলেন, ‘এই এলাকা চিরকালই ছিপ দিয়ে মাছ ধরার উপযুক্ত ছিল বলেই আমরা এখানে আসি৷ এখানে সমুদ্রপৃষ্ঠের ঠিক নীচেই এক পাথুরে প্রাচীর রয়েছে, যেটি স্রোতের উপর প্রভাব রাখে৷ আমরা যে শিকারি মাছ খুঁজি, এই জায়গাটি সেগুলির জন্য আদর্শ৷ সি বাস মাছ আমাদের মূল লক্ষ্য, সি ব্রিমও আমরা ধরি৷’

সরঞ্জাম হিসেবে তাঁরা কার্বন দিয়ে তৈরি দুই মিটার ৪০ সেন্টিমিটার দীর্ঘ পেশাদারী ছিপ ব্যবহার করেন৷ সেটির শীর্ষে ফাইবার গ্লাস রয়েছে৷ ‘সাকানা' নামের নৌকাটিও বিশেষ ভাবে তৈরি করা হয়েছে৷ তাছাড়া দুই জেলে অবস্থান নির্ণয়ের জন্য একো সাউন্ডার যন্ত্র ব্যবহার করেন৷ শব্দ তরঙ্গের মাধ্যমে মাছ নিখুঁতভাবে চিহ্নিত করা যায়৷ তবে সেটাই যথেষ্ট নয়৷ নাতান রুলো বলেন, ‘অভিজ্ঞতা ও ইনটিউশনও জরুরি৷ প্রতিটি দিনই আলাদা৷ সাফল্য ধরে রাখতে আমাদের বার বার নতুন পরিস্থিতি বিশ্লেষণ করে প্রতিক্রিয়া স্থির করতে হয়৷ এই মুহূর্তে অবস্থা কেমন, আমাদের কী করতে হবে, শেষে কত মাছ ধরতে পারবো, তা নিয়ে উত্তেজনা থেকেই যায়৷’

অবশেষে দুপুর নাগাদ ভাগ্য প্রসন্ন হল৷ বেশ কয়েক ডজন সি ব্রিম মাছ ছিপে উঠে এল৷ আনন্দের অনুভূতি সম্পর্কে নিকোলা বলেন, ‘এই কাজের সবচেয়ে কঠিন অথচ সুন্দর দিক হল মাছ ধরার জন্য কয়েক ঘণ্টা ধরে সমুদ্রের বুকে থাকার সুযোগ৷ আজকের মতো দিনে সব কিছু ঠিকমতো চলে৷ আমরা সদাই আরও উন্নতির চেষ্টা করে চলি৷’

এ দিন ছিপ ফেলে প্রায় ৬০ কিলো সি ব্রিম মাছ ধরা গিয়েছে৷ ফেরার পথে ওজন অনুযায়ী সেগুলি সাজাতে হয়৷ বরফের উপর মাছ রেখে স্টিকার লাগাতে হয়৷ সেটির উপর ধরার জায়গা ও পদ্ধতি উল্লেখ করতে হয়৷ সব শেষে গিলভিনেক বন্দরে নিলামে মাছ বিক্রি হয়৷ পাইকারি বিক্রেতা ও আশেপাশের রেস্তোরাঁ মালিকরা সেই মাছের জন্য দর হাঁকেন৷

ব্রিটানি উপকূল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ক্যাঁপের শহরে ‘আলিয়ুম’ নামের অভিজাত রেস্তোরাঁয় আজ নিকোলা ও নাতানের ধরা মাছ পরিবেশন করা হচ্ছে৷ রেস্তোরাঁর মালিক ও প্রধান রাঁধুনী লিওনেল এনাফ তাজা সি ব্রিম মাছের বেশ কদর করেন৷ তিনি বলেন, ‘কয়েক বছর আগে আমি এই মাছের স্বাদের কদর করতে শুরু করি৷ এই মাছের অসাধারণ সুবাস, স্বাদও অতুলনীয়৷ মাছের গঠনও রান্না ও খাওয়ার জন্য উপযুক্ত৷ অতিরিক্ত নরম না হলেও সহজেই খাওয়া যায়৷ প্রেমে পড়েছি না বললেও এই মাছ আমার খুবই পছন্দের৷'

রাঁধুনী হিসেবে লিওনেল এনাফ-কে কখনওই মাছের নিজস্ব স্বাদ ঢাকার প্রয়োজন হয় না৷ এমন অসাধারণ মাছের ক্ষেত্রে তো সেই প্রশ্নই ওঠে না৷ তবে সঙ্গে অবশ্যই অন্য কিছু পরিবেশন করতে হয়৷ তবে সেটা স্বাদে ও দেখতে উচুঁ দরের হতে হবে৷ লিওনেল বলেন, ‘সাইড ডিশ হিসেবে আমরা ছাগলের তাজা চিজভরা সুকিনি ফুল পরিবেশন করি৷ সেটি মূল পদে হালকা টক স্বাদ যোগ করে৷ ফলে মাছের স্বাদ যেন আরও বিকশিত হয়৷

আধপাকা টমেটোর রসও যোগ করা হয়৷ এখানে আসলে আমরা মাছের কোনও অংশই বাদ দেই না৷ অর্থাৎ সি ব্রিম মাছের মুড়ো ও কাঁটা দিয়ে ব্রিউ বা ঝোল তৈরি করা হয়৷ ব্যস, আর কিছু নয়৷ আমি সত্যি সহজ পদ্ধতিতে রান্না করি৷’ লিওনেল জানেন, তাঁর সাফল্যের পেছনে শুধু রন্ধনশৈলি নয়, সমুদ্রে ছিপ দিয়ে মাছ ধরা দুই জেলেরও অবদান রয়েছে৷ পারস্পরিক কদরের উপর ভিত্তি করে সেই মিথষ্ক্রিয়া গড়ে উঠেছে৷

(বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

ঘরে বাইরে খবর

Latest News

এগরায় রামনবমীর শোভাযাত্রায় পাথর ছোড়ার অভিযোগ, জখম ৪, আটক ৪ 'রামভক্ত' সৃজিতের প্রথম ছবির নায়িকা, আছে অমর্ত্য সেনের সঙ্গে নিবিড় যোগ, বলুন তো কে? জিততে বোলারদের ডাবল হ্যাটট্রিক করতে হত-পিচ নিয়ে অভিযোগ নেই,ব্যাটারদের দুষলেন গিল লোকসভা ভোটের আগে বিস্ফোরণ রাজ্যে, রামনবমীর রাতে বিকট আওয়াজে কাঁপল জামুড়িয়া জুড়তে পারে আরও ৬ লাইন! ৫ মিনিট ছাড়া মেট্রো চালাতে পরিকল্পনা ইস্ট-ওয়েস্ট করিডরে বিতর্কের আবহে বদলাবে আকবর ও সীতার 'পরিচয়', দুই সিংহের নয়া নামের প্রস্তাব বাংলার রাত ২ টোয় স্নান করতে যান দিব্যাণী! অজানা গল্প ফাঁস 'ফুলকি'র দিদার সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের আফগানদের বিরুদ্ধে T20I সিরিজে না অজিদের, পালটা বিগ ব্যাশে না খেলার হুমকি রশিদের বেঙ্গালুরুতে বিরাটদের খেলা দেখার টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের টিকিট

Latest IPL News

জিততে বোলারদের ডাবল হ্যাটট্রিক করতে হত-পিচ নিয়ে অভিযোগ নেই,ব্যাটারদের দুষলেন গিল সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের বেঙ্গালুরুতে বিরাটদের খেলা দেখার টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের টিকিট DC-র বিরুদ্ধে ৮৯রানে অলআউট হয় GT, IPL-এর সর্বনিম্ন রানের তালিকায় কোথায় জায়গা হল? পাগল নাকি? মুকেশের উপর বেজায় চটলেন কুলদীপ, পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল পন্তকে নিজেদের ডেরায় ল্যাজেগোবরে গিলরা, GT-কে ১০০-র কমেই গুটিয়ে দিয়ে বিরাট জয় পন্তদের ‘চক দে ইন্ডিয়া’র মুহূর্ত ফেরালেন শাহরুখ, মুষড়ে পড়া KKR-কে করলেন অনুপ্রাণিত বিদ্যুৎ গতির স্টাম্প, শূন্যে উড়ে দুর্ধর্ষ ক্যাচ, GT-কে ১০০ টপকাতে দিলেন না পন্ত IPL-এ ঝড় তুলেও বিশ্বকাপে ডাক পাবেন না রিয়ানরা! সামনে এল সম্ভাব্য ভারতীয় স্কোয়াড মার খেয়ে হাড় গুঁড়ো হচ্ছে বোলারদের, IPL-এ ইমপ্যাক্ট বদলি তুলে দেওয়ার দাবি মুডির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.