বাংলা নিউজ > ঘরে বাইরে > আড়াই বছর পর ভারতের আকাশে ফের ডানা মেলল Boeing 737 Max

আড়াই বছর পর ভারতের আকাশে ফের ডানা মেলল Boeing 737 Max

ফাইল ছবি

জোড়া বিমানদুর্ঘটনার পর অনেক টালমাটালের ওপর দিয়ে যেতে হয়েছে মার্কিন বিমান নির্মাণকারী সংস্থা বোয়িংকে। পদত্যাগ করতে হয়েছে সংস্থার একাধিক কর্তাকে।

ভারতের আকাশে ফিরল বোয়িং ৭৩৭ ম্যাক্স। প্রায় আড়াই বছর পর গত শনিবার প্রথমবার উড়ল বিমানটি। বিমানসংস্থা স্পাইসজেটের উড়ান নয়া দিল্লি থেকে পৌঁছয় বারাণসী। সংস্থার তরফে জানানো হয়েছে, মেরামতি শেষে খুব দ্রুত এই বিমানে যাত্রী পরিবহণ শুরু করবে তারা।

পর পর ২টি দুর্ঘটনার পর ২০১৯ সালের মার্চে গোটা বিশ্বে নিষিদ্ধ হয় বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানটি। ভারতে এই বিমানের বাণিজ্যিক উড়ান নিষিদ্ধ করে DGCA. ভারতে হাতে গোনা কয়েকটি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান রয়েছে। তার মধ্যে ১৩টি বিমান পরিচালনা করে স্পাইসজেট। নিষেধাজ্ঞা জারির পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রাখা ছিল বিমানগুলি। অবশেষে ফের ডানা মেলল তারা।

জোড়া বিমানদুর্ঘটনার পর অনেক টালমাটালের ওপর দিয়ে যেতে হয়েছে মার্কিন বিমান নির্মাণকারী সংস্থা বোয়িংকে। পদত্যাগ করতে হয়েছে সংস্থার একাধিক কর্তাকে। অবশেষে যে ত্রুটির জন্য দুর্ঘটনা ঘটেছে বলে তদন্তকারীরা জানিয়েছিলেন তা ঠিক করার জন্য যন্ত্রাংশ ও সফটওয়্যারে সংশোধন করে বোয়িং। এর পর মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে ফের উড়তে শুরু করে বোয়িং ৭৩৭ ম্যাক্স।

ভারতের আকাশে ফিরল বোয়িং ৭৩৭ ম্যাক্স। প্রায় আড়াই বছর পর গত শনিবার প্রথমবার উড়ল বিমানটি। বিমানসংস্থা স্পাইসজেটের উড়ান নয়া দিল্লি থেকে পৌঁছয় বারাণসী। সংস্থার তরফে জানানো হয়েছে, মেরামতি শেষে খুব দ্রুত এই বিমানে যাত্রী পরিবহণ শুরু করবে তারা।

পর পর ২টি দুর্ঘটনার পর ২০১৯ সালের মার্চে গোটা বিশ্বে নিষিদ্ধ হয় বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানটি। ভারতে এই বিমানের বাণিজ্যিক উড়ান নিষিদ্ধ করে DGCA. ভারতে হাতে গোনা কয়েকটি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান রয়েছে। তার মধ্যে ১৩টি বিমান পরিচালনা করে স্পাইসজেট। নিষেধাজ্ঞা জারির পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রাখা ছিল বিমানগুলি। অবশেষে ফের ডানা মেলল তারা।

জোড়া বিমানদুর্ঘটনার পর অনেক টালমাটালের ওপর দিয়ে যেতে হয়েছে মার্কিন বিমান নির্মাণকারী সংস্থা বোয়িংকে। পদত্যাগ করতে হয়েছে সংস্থার একাধিক কর্তাকে। অবশেষে যে ত্রুটির জন্য দুর্ঘটনা ঘটেছে বলে তদন্তকারীরা জানিয়েছিলেন তা ঠিক করার জন্য যন্ত্রাংশ ও সফটওয়্যারে সংশোধন করে বোয়িং। এর পর মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে ফের উড়তে শুরু করে বোয়িং ৭৩৭ ম্যাক্স।

|#+|

গত অগাস্টে বিমানটির উড়ানে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল DGCA. পরিবর্তিত যন্ত্রাংশ লাগিয়ে বিমান ফের আকাশে ওড়ানো যাবে বলে জানিয়েছিল তারা। সেই যন্ত্রাংশ লাগানোর কাজ শেষে গত শনিবার দিল্লি থেকে বারাণসী পর্যন্ত কর্মীদের নিয়ে একটি উড়ানের আয়োজন করে স্পাইসজেট। নির্বিঘ্নে অবতরণ করেছে সেই বিমান।

স্পাইসজেটের তরফে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি এই বিমানগুলিতে যাত্রী পরিবহণ শুরু করবে তারা। বলে রাখি, বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা তাঁর নতুন বিমানসংস্থা আকাশ এয়ারের জন্য ৭২টি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের বরাত দিয়েছেন। ২০২২ সালের মার্চ – এপ্রিল মাসে চালু হতে পারে এই বিমানসংস্থা।

 

বন্ধ করুন