বাংলা নিউজ > ঘরে বাইরে > মহানদীর বুকে জেগে উঠল ৫০০ বছরের পুরনো গোপীনাথ মন্দিরের চুড়ো, চলেছে তালাশ

মহানদীর বুকে জেগে উঠল ৫০০ বছরের পুরনো গোপীনাথ মন্দিরের চুড়ো, চলেছে তালাশ

মহানদীর বুক থেকে জেগে উঠল ৫০০ বছরের পুরনো গোপীনাথ মন্দির।

১১ বছর পরে ওডিশায় মহানদীর বুক থেকে আবার মাথা তুলল গোপীনাথ মন্দিরের চুড়ো।

অতীত ফুঁড়ে জেগে উঠল ৫০০ বছরের পুরনো মন্দির। ১১ বছর পরে ওডিশায় মহানদীর বুক থেকে আবার মাথা তুলল গোপীনাথ মন্দিরের চুড়ো।

সম্প্রতি ওডিশার নয়াগড় জেলার ভাপুর তহসিলের অন্তর্গত পদ্মাবতী গ্রামে মহানদীর জল থেকে মাথা তোলা এই প্রাচীন মন্দিরের সন্ধান পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচার-এর (ইনট্যাক) পুরাতাত্ত্বিক দল। নদীর জলস্তরের উপরে জেগে উঠেছে প্রাচীন দেবস্থানের ‘মস্তক’ বা চুড়ো। 

মন্দিরটি কৃষ্ণের অবতার গোপীনাথ দেবের উদ্দেশে উৎসর্গীকৃত, জানিয়েছেন পুরাতাত্ত্বিক দলের প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট দীপক কুমার নায়েক। স্থানীয় পুরাতত্ত্ব উৎসাহী রবীন্দ্র কুমার রাণার সঙ্গে তিনি যৌথভাবে পুনরুদ্ধার হওয়া মন্দিরটির খুটিনাটি চর্চায় ব্যস্ত রয়েছেন।  

অতীতে সাতটি গ্রামের সমষ্টি সাতপাটনার অংশ ছিল পদ্মাবতী গ্রাম। কিন্তু মহানদীর ধারা পরিবর্তনের ফলে উনিশ শতকে গোটা অঞ্চল জলের নীচে ডুবে যায়। সেই সঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে যায় এলাকার যত দেবস্থান। মন্দির থেকে গিব্রহ উদ্ধার করে তার আগেই উঁচু জমিতে পুনঃপ্রতিষ্ঠা করেন গ্রামের বাসিন্দারা। বর্তমানে গোপীনাথ দেবের আদি মূর্তিটি পদ্মাবতী গ্রামের মন্দিরে বিরাজমান।

১১ বছর আগে শেষ বার নদীগর্ভ থেকে জেগে উটেছিল প্রাচীন গোপীনাথ মন্দির। তবে গত এক বছরে নদীর জলস্তরের সীমায় পরিবর্তনের ফলে ৪-৫ দিনের জন্য মন্দিরের চুড়ো ভেসে উঠতে দেখা গিয়েছে, জানিয়েছেন রাণা। 

স্থানীয়দের দাবি, মহানদীর জলে ডুবে রয়েছে ওই অঞ্চলের মোট ২২টি মন্দির। তবে সবচেয়ে উঁচু হওয়ার কারণে শুধুমাত্র গোপীনাথ মন্দিরের শীর্ষদেশই মাঝেমাঝে জেগে উঠতে দেখা যায়। 

সামাপ্রতিক এই আবিষ্কারটি আদতে ইনট্যাক-এর মহানদী উপত্যকা হেরিটেজ সাইট ডকুমেন্টেশন প্রকল্পের অন্তর্গত, যার দায়িত্বে রয়েছেন ইতিহাসবিদ অনিল ধির। স্থাপত্যরীতি ও নির্মাণের উপাদান বিচার করে জানা গিয়েছে, মন্দিরটি পঞ্চদশ অথবা ষোড়শ শতকে নির্মিত। নিমজ্জিত মন্দিরটি পশ্চিমমুখী। মুখশালা রীতিতে তৈরি এই মন্দিরে রেখ দেউল স্থাপত্যের বিমান লক্ষ্য করা যায়। মন্দিরের উচ্চতা আনুমানিক ৬০ ফিট।

ঘরে বাইরে খবর

Latest News

অক্ষয় তৃতীয়া ২০২৪ এ বহু শুভ যোগ! তারিখ তিথি দেখে নিন, লাকি মীন সহ ৩ রাশি ধোনি আমেরিকায় যাবে কিন্তু… মাহিকে নিয়ে মস্করা রোহিতের, জানালেন নতুন শখের কথা ডায়মন্ড হারবারে ‘হেরো প্রার্থী' না পসন্দ, বদলের দাবিতে BJP রাজ্য সভাপতিকে চিঠি মেশানো হচ্ছে চিনি, ভারতে বেবি-ফুড তৈরিতে আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করছে নেসলে! ৩৪.১৫% জেনারেল প্রার্থী ‘পাশ’ করলেন UPSC সিভিল সার্ভিসেসে! কোন শ্রেণি থেকে কতজন? 'সিকান্দর'-এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে প্রীতম, সলমনের জন্য কি থাকছে ঝুলিতে? শিল্পা শেট্টির ফ্ল্যাট সহ রাজ কুন্দ্রার ৯৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি পদ্মপাঁকে গজিয়ে উঠল ঘাসফুল! ভোটের মুখে তৃণমূলের 'গুগলিতে' হতচকিত বিজেপি TRP: সৃজন-পর্ণার মেয়ে আসায় লাভ কি হল? জগদ্ধাত্রীকে হটিয়ে ঝামেলা ফুলকি-নিম ফুলের রাজ্যের দেওয়া ১০০ দিনের টাকাও লুঠ! TMC নেতাদের ঘেরাও করে রাখলেন গ্রামবাসীরা

Latest IPL News

ধোনি আমেরিকায় যাবে কিন্তু… মাহিকে নিয়ে মস্করা রোহিতের, জানালেন নতুন শখের কথা 2024 IPL-এও বেটিংয়ের ছায়া, রাজস্থান, মুম্বই থেকে গ্রেফতার চার বুকি কিপিং এবং নেতৃত্বের জন্য ম্যাচের সেরা, নজির গড়ে বোলারদের বাহবা পন্তের জিততে বোলারদের ডাবল হ্যাটট্রিক করতে হত-পিচ নিয়ে অভিযোগ নেই,ব্যাটারদের দুষলেন গিল সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের বেঙ্গালুরুতে বিরাটদের খেলা দেখার টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের টিকিট DC-র বিরুদ্ধে ৮৯রানে অলআউট হয় GT, IPL-এর সর্বনিম্ন রানের তালিকায় কোথায় জায়গা হল? পাগল নাকি? মুকেশের উপর বেজায় চটলেন কুলদীপ, পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল পন্তকে নিজেদের ডেরায় ল্যাজেগোবরে গিলরা, GT-কে ১০০-র কমেই গুটিয়ে দিয়ে বিরাট জয় পন্তদের ‘চক দে ইন্ডিয়া’র মুহূর্ত ফেরালেন শাহরুখ, মুষড়ে পড়া KKR-কে করলেন অনুপ্রাণিত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.