প্রযুক্তি স্টার্টআপের বাজারে মন্দা। আগের মতো বিনিয়োগের পাহাড় নেই স্টার্টআপগুলির। ফলে প্রচার-বিজ্ঞাপনে কোটি-কোটি টাকার খরচের পরিস্থিতিও আর নেই। ব্যয় কমাতে কাটছাঁট করছে তারা। আর সেই প্রচেষ্টার অংশ হিসাবেই IPL-এ স্পনসরশিপ ছেড়ে দিচ্ছে তারা। এই তালিকায় রয়েছে Byju's, Unacademy, PhonePe, Amazon Prime, Pristyn Care, Zepto, Ather Energy, Niyo এবং Spotify-এর মতো নামজাদা সংস্থা। আরও পড়ুন: বিপুল লোকসান! FIFA, BCCI-এর সঙ্গে কয়েকশো কোটির চুক্তিতে ইতি টানছে Byju's
ভেঞ্চার ইন্টেলিজেন্স ডেটার রিপোর্ট অনুযায়ী, দেশের স্টার্টআপগুলির কাছে অনেকটাই কমেছে ফান্ডিং। কতটা কমেছে? ২০২১ সালের তুলনায় ২০২২ সালে প্রায় এক তৃতীয়াংশ কমে গিয়েছে। ২০২১ সালের ৩৫.৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে কমে ২০২২ সালে ২৩.৯ বিলিয়ন মার্কিন ডলার হয়ে গিয়েছে।
২০২২ সালের IPL সত্যি বলতে চলেছেই স্টার্টআপদের টাকায়। প্রায় ৬০টিরও বেশি সংস্থা অফিসিয়াল অন-গ্রাউন্ড পার্টনার, স্ট্রিমিং পার্টনার এবং টিম স্পনসর হিসাবে মোটা টাকা বিনিয়োগ করেছে। খেলার অফিসিয়াল সম্প্রচারকারী ছিল স্টার স্পোর্টস। তারাও মোট ১৪টি স্পনসর পেয়েছিল। তার মধ্যে মোট আটটিই স্টার্টআপ। যেমন, CRED, PhonePe, Spotify, Swiggy Instamart এবং Meesho। রয়েছে Dream11, Tata Neu, এবং Byju's-এর মতো সুপরিচিত নামও।
একইভাবে, Disney+Hotstar-এ মোট ১৮টি সংস্থা বিজ্ঞাপন দিয়েছিল। তার মধ্যে ১২টিই স্টার্টআপ। Dream11, CRED, Tata Neu, Zepto, Spinny, Pristyn Care, Swiggy, RuPay, Ather, Livspace, NiyoX এবং Spotify-এর মতো কোম্পানি বিজ্ঞাপন দিয়েছিল। এছাড়াও, ৪০টিরও বেশি স্টার্টআপ বিভিন্ন টিমকে স্পনসর করেছিল। কয়েকটি আবার একাধিক ফ্র্যাঞ্চাইজিকেই স্পনসর করেছিল।
আইপিএল ২০২৩-এ ছবিটা অনেকটাই আলাদা
Meesho এবং Cars24-এর মতো বেশ কিছু সংস্থা ২০২৩-এর আইপিএল-এ আর টাকা ঢালছে না। তবে বিজ্ঞাপন যে আসছে না, তা নয়। ডিজনি টুর্নামেন্টের জন্য মোট ১১টি স্পনসর এবং প্রায় ৬০ জন স্পট বিজ্ঞাপনদাতা পেয়েছে। অন্যদিকে ভায়াকম 18 ড্রিম 11, পার্লে এগ্রো এবং পুমার মতো স্পনসরদের সঙ্গে চুক্তি করেছে। আরও পড়ুন: VIDEO: অনুশীলনে নেমেই দেদার ছক্কা হাঁকালেন, IPL 2023-এর আগেই CSK-কে ভরসা জোগালেন স্টোকস
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup