গাড়ি আমদানি নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। পাঁচ বছরের জন্য় এই ব্যান ছিল। তবে এবার মঙ্গলবার এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। আর্থিক দুরবস্থা থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারছে শ্রীলঙ্কা। এরপরই গাড়ি আমদানির উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটা আপাতত তুলে দিয়েছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার তথ্য় মন্ত্রী নালিন্দা জয়াতিসা জানিয়েছেন, বাস, ট্রাক সহ অন্য়ান্য গাড়ি আমদানির উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে নেওয়া হচ্ছে। ২০২০ সাল থেকে এই নিষেধাজ্ঞা ছিল।
তিনি কলম্বোতে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমরা অত্যন্ত সতর্কভাবে পা ফেলছি। আমরা চাইছি না যে বিদেশ থেকে সব আমদানি করা হবে। কারণ এতে আমাদের জমা বৈদেশিক মুদ্রা খরচ হয়ে যাবে।
তিনি বলেন, চাহিদা অনুসারে আমরা চারচাকা গাড়ি, মোটর সাইকেল, তিন চাকার গাড়ি আমদানি করতে দেব।
তিনি জানিয়েছেন, এর মাধ্যমে ট্যাক্স রেভিনিউ আসবে। সরকারের আশা এই বছরে ১.২ বিলিয়ন মার্কিন ডলারের মধ্য়েই এই সীমা বেঁধে রাখতে পারব।
বর্তমানে গাড়ির উপর করের হার ৩০০ শতাংশের বেশি। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে।
২০১৯ সালে শ্রীলঙ্কা গাড়ির আমদানির উপর ১.৪ বিলিয়ন খরচ করেছে। ২০২০ সালের মার্চ মাস থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
এদিকে দেউলিয়া দেশ হিসাবে যে ঘোষণা করেছিল শ্রীলঙ্কা সেই তকমা উঠে গিয়েছে ডিসেম্বর মাসে।