শ্রীলঙ্কার ইতিহাসে প্রথম বামপন্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন অনুরা কুমার দিসানায়েকে। এই আবহে শ্রীলঙ্কায় গিয়ে লঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে সম্প্রতি দেখা করে এলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। আর সেই বৈঠকেই ভারতকে অভয় প্রদান করে দিসানায়েকে জানান, কোনও শক্তিকেই ভারত বিরোধী কার্যলাপ করতে দেওয়ার জন্যে শ্রীলঙ্কার মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। প্রসঙ্গত, বিগত বছরগুলিতে দ্বীপরাষ্ট্রে ক্রমেই চিনের প্রভাব বিস্তারিত হয়েছে। তবে ভারত সব সময়ই শ্রীলঙ্কার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। এমনকী সংকটের দিনে ভারত অর্থসাহায্য থেকে শুরু করে খাদ্যসামগ্রী পাঠিয়েছে শ্রীলঙ্কায়। (আরও পড়ুন: 'পাকিস্তানে ভদ্র ভাবে...', পড়শি দেশে যাওয়ার আগে শান্ত গলায় কড়া বার্তা জয়শংকরের)
আরও পড়ুন: হিন্ডেনবার্গের রিপোর্টের জের, সেবি প্রধান মাধবীকে তলব পাবলিক অ্যাকাউন্টস কমিটির
আরও পড়ুন: PM ইন্টার্নশিপের রেজিস্ট্রেশন চালু করছে সরকার, মিলবে ৬৬০০০, কীভাবে করবেন আবেদন?
উল্লেখ্য, বিগত বেশ কয়েক বছর ধরেই শ্রীলঙ্কায় নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টায় আছে চিন। হাম্বানটোটা বন্দর তাদের দখলে চলে গিয়েছে। এই আবহে কলম্বো বন্দরের টার্মিনালের কাজের বরাত আবার পেয়েছে ভারতের আদানি। ভারত মহাসগর এবং বঙ্গোপসাগরে ভারত ও চিনের প্রভাব বিস্তারের প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছে শ্রীলঙ্কা। এহেন পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েই দিসানায়েকে বলে ছিলেন, 'ভারত-চিনের মাঝে শ্রীলঙ্কা স্যান্ডউইচ হবে না।' আর এবার জয়শংকরের সঙ্গে দেখা করে তিনি আশ্বাস দিলেন, ভারত বিরোধী কোনও কার্যকলাপ নিজের দেশে হতে দেবেন না অনুরা। (আরও পড়ুন: GST সমেত ৭৯ হাজার ছুঁই ছুঁই সোনা, আজ কলকাতায় ফের বাড়ল হলুদ ধাতুর দাম)
আরও পড়ুন: 'সঞ্জয় রায়কে প্ররোচনা...', আরজি কর কাণ্ডে আদালতে লিখিত দিল CBI
আরও পড়ুন: 'সব বাংলাদেশিরই ভারতের সাথে সম্পর্ক রাখা উচিত', বয়কট ট্রেন্ডের মাঝে বার্তা BNP-র
জয়শংকরের সঙ্গে বৈঠকে অনুরা স্বীকার করেন, শ্রীলঙ্কা এবং ভারতের নিরাপত্তার বিষয়টি একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। এই আবহে এই বৈঠকে প্রসঙ্গে ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছে, 'ধারাবাহিক ভাবে শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা জারি রাখা খুব গুরুত্বপূর্ণ। অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতার জন্যে আমাদের একে অপরের সঙ্গে হাত মেলাতে হবে। দুই দেশের মধ্যে আরও বেশি স্বচ্ছতা আনতে হবে, পারস্বরিক সংবেদনশীলতা বৃদ্ধি করতে হবে।' এদিকে বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর তরফ থেকে অনুরাকে ভারত সফরে আসার জন্যে আমন্ত্রণ জানান জয়শংকর। এদিকে বৈঠকে অনুরা জানান, শ্রীলঙ্কার পর্যটন অর্থনীতির ক্ষেত্রে ভারতীয়রা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আরও বেশি সংখ্যায় ভারতীয় পর্যটক শ্রীলঙ্কায় আসতে পারেন বলে আশা ব্যক্ত করেন অনুরা।