বাংলা নিউজ > ঘরে বাইরে > Staff Selection Examination: 'স্টাফ সিলেকশন' পরীক্ষা কি শুধু হিন্দি ভাষায় এবার সংগঠিত হবে? জবাব কী জানাল কেন্দ্র

Staff Selection Examination: 'স্টাফ সিলেকশন' পরীক্ষা কি শুধু হিন্দি ভাষায় এবার সংগঠিত হবে? জবাব কী জানাল কেন্দ্র

সংসদ ভবন (Photo by Raj K Raj/ Hindustan Times) 

কেরলের সিপিআইএম নেতা এএ রহিমের এক প্রশ্নের উত্তরে জবাব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র। সেই প্রশ্ন উত্তর চলার সময়ই অজয় মিশ্র জানান যে, আপাতত কেন্দ্রের তরফে কোনও পরিকল্পনাই নেই যে তারা এসএসসি পরীক্ষা হিন্দিতেই শুধুমাত্র সংগঠিত করতে চলেছেন বলে। কেন্দ্রের তরফে আরও একটি বিষয় স্পষ্ট করেন অজয় মিশ্র।

স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) পরীক্ষা শুধুমাত্র হিন্দিতে নেওয়ার কোনও পরিকল্পনা নেই সরকারের। একথা স্পষ্ট ভাষায় সংসদে জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সংসদের শীতকালীন অধিবেশনে রাজ্যসভায় এক প্রশ্নোত্তর পর্ব চলাকালীন একথা জানিয়েছে কেন্দ্র।

কেরলের সিপিআইএম নেতা এএ রহিমের এক প্রশ্নের উত্তরে জবাব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র। সেই প্রশ্ন উত্তর চলার সময়ই অজয় মিশ্র জানান যে, আপাতত কেন্দ্রের তরফে কোনও পরিকল্পনাই নেই যে তারা এসএসসি পরীক্ষা হিন্দিতেই শুধুমাত্র সংগঠিত করতে চলেছেন বলে। কেন্দ্রের তরফে আরও একটি বিষয় স্পষ্ট করেন অজয় মিশ্র। তিনি বলেন, কোনও মতেই সরকারি অফিস ও প্রতিষ্ঠানে হিন্দিকে বাধ্যতামূলক করা হবে না। অজয় মিশ্র তাঁর ভাষণে বলেন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ও এসএসসি হল এমন নিয়োগ এজেন্সি যার হাত ধরে কেন্দ্রীয় সরকারি তাবড় পদে কর্মী নিয়োগ হয়। দুই পরীক্ষাতেই প্রাথমিক পর্যায়ে 'মাল্টিপল চয়েস' জাতীয় প্রশ্ন থাকে। আর তা হিন্দি ও ইংরেজিতে করা হয়। সেখানে পরীক্ষার্থীদের শুধু টিক মার্ক দিতে হয়। দেশের অন্যতম কঠিন পরীক্ষাগুলির মধ্যে বিবেচিত হয় এই দুই পরীক্ষা। আর তা শুধুমাত্র হিন্দি ভাষায় সংগঠিত করার কথা কেন্দ্র ভাবছে না বলে সাফ জানান মন্ত্রী।

সংসদে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র জানান, স্টাফ সিলেকশন কমিশনের পেপার টু এর মাল্টি টাস্কিং দিকটি সংবিধানের নিয়ম অনুযায়ী দেশরে সব ভাষায় রাখা হয়। 'অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ' প্রসঙ্গে নতুন শিক্ষানীতিতে কোন ভাষায় নির্দেশ দেওয়া হবে তা নিয়েও প্রশ্ন ওঠে সংসদে। সেক্ষেত্রে মন্ত্রী জানান, উচ্চ শিক্ষা ক্ষেত্রে স্থানীয় ও মাতৃভাষার ক্ষেত্রে জোর দেওয়ার কথা বলছে এই নয়া জাতীয় শিক্ষানীতি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন