বাংলা নিউজ > ঘরে বাইরে > Stampade: মকর সংক্রান্তির মেলায় পদপিষ্ট হয়ে মৃত্য়ু, গুরুতর আহত বহু! ওড়িশার কটকে চাঞ্চল্য

Stampade: মকর সংক্রান্তির মেলায় পদপিষ্ট হয়ে মৃত্য়ু, গুরুতর আহত বহু! ওড়িশার কটকে চাঞ্চল্য

কটকে মেলায় পদপিষ্ট হয়ে মৃত ২।

ওড়িশার কটকের ওই এলাকায় মেলা উপলক্ষ্যে ২ লাখ মানুষের জমায়েত হয়েছে বলে জানা যায়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, কটকের বাদামবা গোপীনাথপুর টি ব্রিজে এই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে।

আরও এক পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে গেল দেশে। এবার ওড়িশার কটকে মকর সংক্রান্তির মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১ জনের। ঘটনায় ১২ জন আহত বলে খবর। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, কটকের বাদামবা গোপীনাথপুর টি ব্রিজে এই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে।

ওড়িশার কটকের ওই এলাকায় মেলা উপলক্ষ্যে ২ লাখ মানুষের জমায়েত হয়েছে বলে জানা যায়। সঠিক প্রশাসনিক পদক্ষেপ ও আয়োজন ছাড়া কীভাবে ওই বিশাল এলাকায় বিপুল জনতা ভিড় করে আসতে পারে, তা নিয়ে স্বভাবতই উঠছে প্রশ্ন। উল্লেখ্য, কয়েকদিন আগে অন্ধ্রপ্রদেশে পর পর ২ বার চন্দ্রবাবু নাইডুর এক রোড শো ঘিরে এমন পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে যায়। সেই মর্মান্তিকর কাণ্ডে বেশ কয়েকজনের  মৃত্যু হয়েছে। এরপর ওড়িশার বুকে ঘটে গেল এমন এক মর্মান্তিক পদপিষ্ট হওয়ার ঘটনা। কটকের গোপীনাথপুর বাদামবা টি ব্রিজটি অবস্থিত অথগড় নামক এক এলাকায়। সেখানেই সিংঘনাথ তীর্থক্ষেত্রে এই বিপুল জনতার ভিড় হয়। আর ভিড়ের ফলে পদপিষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। হু হু করে বাড়তে থাকে আক্রান্ত জনতার সংখ্যা। 

উল্লেখ্য, প্রতি বছরই সিংঘনাথ মন্দিরে মকর সংক্রান্তিতে বিপুল জনতার ভিড় দেখা যায়। আর সেই কারণেই এই পরিস্থিতি তৈরি হয়। এই বিশেষ তীর্থ স্থলটি অবস্থিত রয়েছে মহানদীর উপর। মকর সংক্রান্তিতে মহানদীতে স্নান করতে বহু ভক্তের সমাগম হয় প্রতিবছরই। এবারেও তার অন্যথা হয়নি। আর তখনই বিপুল ভিড়ের চাপে এই সমস্যা তৈরি হয়। এর আগে ২ বছর কোভিডের জন্য তীর্থস্থানে সেভাবে জন সমাগম দেখা যায়নি। তবে এই বছর ভিড়ের পরিমাণ হু হু করে বাড়তে থাকে। আর তার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা বলে জানা যাচ্ছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup।

 

 

 

বন্ধ করুন