বাংলা নিউজ > ঘরে বাইরে > Online Trading Scam: অনলাইন ট্রেডিংয়ের মোটা টাকার লোভ দেখিয়ে WhatsApp গ্রুপে নিয়ে প্রতারণা! ২ কোটি খোয়ালেন দুই ভাই

Online Trading Scam: অনলাইন ট্রেডিংয়ের মোটা টাকার লোভ দেখিয়ে WhatsApp গ্রুপে নিয়ে প্রতারণা! ২ কোটি খোয়ালেন দুই ভাই

সাইবার প্রতারণার পর্দাফাঁস (Shutterstock) (HT_PRINT)

পেশায় ইঞ্জিনিয়ার ৫৩ বছর বয়সী পুনে নিবাসী ওই ব্যক্তি ও তাঁর ভাইকে একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে অনলাইন শেয়ার ট্রেডিং এ বিপুল আর্থিক লাভ দেওয়ার টোপ দেয় অপরাধীরা।

ঘটনা পুনের চারহোলি বুদ্রুকের। সেখানের বাসিন্দা দুই ভাই সদ্য খুইয়েছেন ২.৪৫ কোটি টাকা। মোটা টাকা আয় করার লোভ সামলাতে না পেরে, অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে এই বিপত্তির শিকার হয়েছেন তাঁরা। পুলিশে FIR দায়ের করে তাঁরা জানিয়েছেন গোটা ঘটনা। অভিযোগ, অনলাইন শেয়ার ট্রেডিং এ বিপুল অর্থ লাভ করার আশা দেখিয়ে ওই দুই ব্যক্তিকে এক সাইবার অপরাধী একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করেন। সেখান থেকেই তাঁরা ২.৪৫ কোটা টাকা খুইয়েছেন বলে অভিযোগ।

৫৩ বছর বয়সী পুনে নিবাসী ওই ব্যক্তি ও তাঁর ভাইকে একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে অনলাইন শেয়ার ট্রেডিং এ বিপুল আর্থিক লাভ দেওয়ার টোপ দেয় অপরাধীরা। প্রতারকদের নির্দেশে শেয়ার ট্রেডিং অ্যাকাউন্ট খুলেও ফেলেন ওই দুই ভাই। এরপর হোয়াটসঅ্যাপ গ্রুপে যে নির্দেশ আসত, সেই নির্দেশ শুনে শুনে তারা শেয়ার কিনতে শুরু করতেন। পেশায় ওই দুই ভাই সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। পুলিশ বলছে, সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের নম্বর মেসেজিং অ্যাপ্লিকেশন গ্রুপে যোগ করে দেয় প্রতারকরা। সেই গ্রুপে শেয়ার ট্রেডিং থেকে লাভ ক্ষতি নিয়ে আলোচনা হত। পুলিশের সিনিয়র ইন্সপেক্টর বলছেন, ‘সেটা ছিল স্ক্রিন সফ্টওয়্যার সেটাকে কাটা ছাঁটা করতে পারত অপরাধীরা।’ প্রাথমিকভাবে স্ক্রিন সফ্টওয়্যার ব্যবহার করে অপরাধীরা শেয়ার কিনত। পুলিশ বলছে, ওই স্ক্রিন সফ্টওয়্যার তাঁদের ভালো রকমের লাভ দেখাত। পরে অপরাধীরা আরও বেশি টাকা বিনিয়োগ করতে বলেন, যাতে লাভ বেশি হয়। ফলে বেশি দামের শেয়ার কেনায় উদ্বুদ্ধ করা হয় তাঁদের। পুলিশ বলছে, ‘এরপর অপরাধীরা ৩ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর ঘটনার শিকার ব্যক্তিদের পাঠান, আর ওই ব্যাক্তি তাতে টাকা দিয়েও দেন।’ এক ভাই,১.৬৮ কোটি ওই অ্যাকাউন্টে দেওয়ার পর অপর ভাই ৭৭৫০০০০ টাকা পাঠিয়ে দেন। পরে তাঁদের ভুয়োভাবে বোঝানো হয় যে, তাঁরা ৮ কোটি লাভ করেছেন শেয়ার ট্রেডিং ব্যবসা থেকে।

তারপর মার্চ মাসে সেই টাকা তুলে নিচে চান এক ভাই। তখন প্রতারকরা দাবি করেন SEBI এর নজর রয়েছে তাঁর অ্যকাউন্টে ফলে তিনি এমনটা করতে পারবেন না। এজেন্সি তাঁর অ্যাকাউন্ট লক করে দিয়েছে। তারপর গিয়ে অভিযোগকারীরা বুঝতে পারেন যে তাঁরা প্রতারকদের খপ্পরে পড়ে গিয়েছেন। পুলিশ বলছে, কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেওয়ার আগে, তার নাম ও তথ্য দেখে নিতে হবে।

সচেতন হতে কিছু দিক খেয়াল রাখতে হবে:-

 ১) সেখানে যদি বিপুল সংখ্যক সদস্য থাকে, তাহলে সাবধনতা নিতে হবে।

 ২)সেখানের অ্যাডমিন কে, তা দেখতে হবে। 

৩)কেউ গ্রুপে আপনার অনুমতি ছাড়া 'ইনভাইট' করলে, তা নিয়ে সন্দেহ থাকলে ব্যক্তিকে প্রশ্ন করুন। 

৪) গ্রুপে কোনও ফাইল আসলে হঠাৎ করে তা ক্লিক করবেন না। এটি কোনও প্রতারণামূলক ফাইল হতে পারে, যা আপনার মোবাইল থেকে তথ্য চুরি করে নিতে পারে।

 

 

 

 

 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

'ব্রহ্মাস্ত্র ওর ভাবনা, আমি…', জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে অয়নের তারিফ করণের ২৭ বলে ৬৬ রান উথাপ্পার! বিধ্বংসী ৬০ হাঁকালেন আরও ১ KKR প্রাক্তনী, কাঁপল শিকাগো ধনু-মকর-কুম্ভ-মীনের মহাষষ্ঠী কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল বৃষ্টি থেকে রেহাই নেই ষষ্ঠীতেও, ৯ জেলায় কিছুটা বেশি বর্ষণ, পুজোর মধ্যেই কমবে? 'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.