প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ মেয়াদী আমানত করার অফার আরও কিছুদিনের জন্য বাড়াল SBI। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 'SBI উইকেয়ার FD' করার জন্য আরও বেশ কিছুদিন সুযোগ পাবেন।
SBI তাদের এই WECARE নামের সিনিয়র সিটিজেনস টার্ম ডিপোজিট প্রকল্পটি ২০২০ সালের মে মাসে চালু করেছিল। প্রথমে ঠিক ছিল ১ সেপ্টেম্বর ২০২০ পর্যন্তই সেই স্কিমে টাকা রাখা যাবে। একাধিকবার এক্টেনশনের পর সেই প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ৩১ মার্চ ২০২৩ করা হয়েছিল। তবে এবার সেই সময়সীমা আরও পিছিয়ে দিল SBI । আগামী ৩০ জুন ২০২৩ পর্যন্ত সময় দিচ্ছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক।
'SBI সিনিয়র সিটিজেনদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গর্বিত। ডিপোজিট স্কিম SBI WECARE-এর মাধ্যমে SBI মেয়াদী আমানতের উপর অতিরিক্ত হারে সুদ প্রদান করে। এর মাধ্যমে তাঁদের আয় নিশ্চিত করা হয়,' ওয়েবসাইটে এমনটাই লিখেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরও পড়ুন: Fixed Deposit Rate: আরও বাড়তে পারে FD-র সুদের হার! ইঙ্গিত রিজার্ভ ব্যাঙ্কের
SBI জানিয়েছে, 'SBI WECARE' সিনিয়র সিটিজেনদের টার্ম ডিপোজিট স্কিমের মূল উদ্দেশ্যই হল প্রবীণ নাগরিকদের মেয়াদী আমানতের উপর অতিরিক্ত সুদ প্রদানের মাধ্যমে তাঁদের আয় সুনিশ্চিত করা। SBI তার ওয়েবসাইটে জানিয়েছে, 'এটি এক ধরণে টার্ম আমানতই। কিন্তু এই আমানতের সময়ে নিয়মিত নির্দিষ্ট সময় অন্তর সুদ হাতে দেওয়া হয় না। বরং নির্দিষ্ট সময় অন্তর সুদ মোট অঙ্কের উপর যুক্ত হয়। এরপর চক্রবৃদ্ধি সুদের মাধ্যমে পুরো টাকা হিসাব করা হয়। মেয়াদ সম্পূর্ণ হলে টাকা প্রদান করা হয়।'
SBI Wecare FD সুদের হার
SBI Wecare FD স্কিম শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্যই উপলব্ধ। এই স্কিমে ৫ বছর থেকে ১০ বছরের মেয়াদের অপশন পাবেন। প্রবীণ নাগরিকরা একই সময়ের অন্য সাধারণ প্ল্যানের সুদের হারের থেকে ১% বেশি পাবেন। ৫ বছর থেকে ১০ বছরের মধ্যের ২ কোটি টাকার কম অঙ্কের মেয়াদী আমানতের উপর, SBI সাধারণ জনগণের জন্য ৬.৫% সুদের হার দিচ্ছে। তবে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে জুন পর্যন্ত এই বিশেষ স্কিমের অধীনে ৭.৫% সুদের হার দেওয়া হবে।
SBI Wecare FD স্কিম কীভাবে খুলবেন?
আপনার নিকটস্থ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় গিয়েই করতে পারবেন। আবার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে সরগড় হলে সেটির মাধ্যমেও করা যেতে পারে। YONO অ্যাপেও সেই সুবিধা রয়েছে। জানতেই হবে(টাচ করুন): Best FD Rate: কোন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে বেশি টাকা পাবেন? রইল চার্ট