SBI fixed deposit vs Post Office term deposit: সব ব্যাঙ্কেই FD করার অপশন থাকে। নতুন আমানতকারীদের আকৃষ্ট করতে, বেশ কিছু ব্যাঙ্ক গত কয়েক সপ্তাহে তাদের আমানতের হার বাড়িয়েছে। প্রায় ১০ মাস আগে গড়ে মাত্র ৫ শতাংশ হারে সুদ মিলছিল। সেখান থেকে এখন FD রেট বাড়তে বাড়তে গড়ে ৭ শতাংশে পৌঁছে গিয়েছে। সম্প্রতি ফের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), HDFC ব্যাঙ্ক তাদের FD-র সুদের হার বাড়িয়ে দিয়েছে। ব্যাঙ্ক ছাড়াও, অনেকেই নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র হিসাবে পোস্ট অফিস টার্ম ডিপোজিটে ভরসা করেন। পোস্ট অফিস তাদের টার্ম ডিপোজিটের হার প্রতি ত্রৈমাসিকে সংশোধন করে।
পোস্ট অফিসের টার্ম ডিপোজিট স্কিম অনেকটা ব্যাঙ্ক এফডি-র মতোই। পোস্ট অফিসে এক বছর থেকে পাঁচ বছরের মেয়াদী আমানত করা যায়। ব্যাঙ্ক FD-র মতোই, বিনিয়োগকারীরা পোস্ট অফিসের মেয়াদি আমানতের মেয়াদের উপর নির্ভর করে রিটার্ন পান। যেমন ধরুন, এক বছরের টার্ম ডিপোজিটে ৬.৬% সুদের হার পাবেন। ৫ বছরের টার্ম ডিপোজিট অ্যাকাউন্টে আবার সুদের হার একটু বেশি হবে। সেক্ষেত্রে পোস্ট অফিসে ৭% সুদের হার পাবেন। উল্লেখ্য, গত ১ জানুয়ারি ২০২৩ থেকে এই সুদের হার প্রযোজ্য হয়েছে।
পোস্ট অফিসে টার্ম ডিপোজিটে সুদের হার(ফেব্রুয়ারি ২০২৩):
- ১ বছরের টার্ম ডিপোজিট: ৬.৬
- ২ বছরের টার্ম ডিপোজিট: ৬.৮
- ৩ বছরের সময় আমানত ৬.৯
- ৫ বছরের টার্ম ডিপোজিট: ৭.০
SBI-এর ফিক্সড ডিপোজিটে সুদের হার
নিচে সাধারণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার দেওয়া হল। এই নয়া হারগুলি ১৫ ফেব্রুয়ারি ২০২৩ থেকে কার্যকর হয়েছে। তবে মনে রাখবেন, প্রবীণ নাগরিকরা এই আমানতে ৫০ বেসিস পয়েন্ট (bps) অতিরিক্ত সুদ পাবেন।
- ৭ দিন থেকে ৪৫ দিন - ৩%
- ৪৬ দিন থেকে ১৭৯ দিন - ৪.৫%
- ১৮০ দিন থেকে ২১০ দিন - ৫.২৫%
- ২১১ দিন থেকে ১ বছরের কম - ৫.৭৫%
- ১ বছর থেকে ২ বছরের কম - ৬.৮%
- ৪০০ দিন (অমৃত কলস)- ৭.১০%
- ২ বছর থেকে ৩ বছরের কম - ৭.০০%
- ৩ বছর থেকে ৫ বছরের কম - ৬.৫%
আরও পড়তে ক্লিক করুন: Premature Withdrawal: সময়ের আগে FD ভাঙবেন? জরিমানার নিয়ম জানুন
- ৫ বছর এবং ১০ বছর পর্যন্ত - ৬.৫%
তাহলে দেখলেন তো, পোস্ট অফিস ও ভারতীয় স্টেট ব্যাঙ্কের সুদের হারের মধ্যে পার্থক্য? এবার আপনার সুবিধা মতো যেখানে পছন্দ, FD করুন। এই জাতীয় সমস্ত খবর ও পরামর্শের জন্য অবশ্য ডাউনলোড করুন HT অ্যাপ। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup