SBI Fixed Deposit New Rate: সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বৃদ্ধি করেছে। তারপর থেকেই ব্যাঙ্কের আমানতে সুদের হার বৃদ্ধি হবে বলে মনে করা হচ্ছিল। এক নজরে দেখে নিন স্টেট ব্যাঙ্কের FD-র হারের সর্বশেষ তালিকা।
1/5SBI Fixed Deposit New Rate Hike: ২ কোটি টাকার কম অঙ্কের স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি করল SBI। ভারতীয় স্টেট ব্যাঙ্কের বেশ কিছু মেয়াদের আমানতে নতুন হারে সুদ প্রযোজ্য হবে। দেশের বৃহত্তম ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, ম্যাচিওর হওয়া আমানত রিনিউয়ালের ক্ষেত্রেও এই নয়া সুদের হার প্রযোজ্য হবে। ১৩ ডিসেম্বর ২০২২ এই ঘোষণা করেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বৃদ্ধি করেছে। তারপর থেকেই ব্যাঙ্কের আমানতে সুদের হার বৃদ্ধি হবে বলে মনে করা হচ্ছিল। ছবি সূত্র: রয়টার্স(এডিটেড) (Reuters, Soumick/HT Bangla)
2/5৭ দিন থেকে ৪৫ দিনের মেয়াদের স্থায়ী আমানতে ৩% সুদের হার পাবেন। ৪৬ দিন থেকে ১৭৯ দিনের মেয়াদের স্থায়ী আমানতে ৩.৯% সুদের হার প্রযোজ্য। ১৮০ দিন থেকে ২১০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৫.২৫% সুদ পাবেন। ফাইল ছবি: পিটিআই (Reuters, Soumick/HT Bangla)
3/5২১১ দিন থেকে ১০ বছরের মেয়াদের আমানতে সুদের হার বাড়ানো হয়েছে। ২১১ দিন থেকে এক বছরের কম সময়ের আমানতে সুদের হার ৫.৭৫%। এক বছর থেকে ২ বছরের কম সময়ের আমানতে আগের তুলনায় ৬৫ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ মিলবে বলে জানিয়েছে SBI। ফাইল ছবি: রয়টার্স (Reuters, Soumick/HT Bangla)
4/5অন্যদিকে, ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের আমানতের সুদের দাঁড়াবে ৬.৭৫% , ৩ বছর থেকে ৫ বছরের কম এবং ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে সুদের হার ৬.২৫% । ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (Reuters, Soumick/HT Bangla)
5/5SBI-এর সমস্ত মেয়াদের আমানতেই সিনিয়র সিটিজেনরা আগের মতোই অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদের হার পাবেন। নয়া সংশোধনের পর, প্রবীণ নাগরিকদের দীর্ঘমেয়াদি আমানতে সর্বোচ্চ সুদের হার দাঁড়াল ৭.২৫% ।টেবিল সৌজন্যে: ভারতীয় স্টেট ব্যাঙ্ক (Reuters, Soumick/HT Bangla)