ওয়েবসাইট অনুসারে, ওভারনাইট থেকে তিন মাসের ক্ষেত্রে হার ৭.৩৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৬০ শতাংশ করা হয়েছে।
1/5সমস্ত মেয়াদের ঋণের উপর ২৫ বেসিস পয়েন্ট MCLR বৃদ্ধি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর সেই কারণে যাঁরা ঋণ নিয়েছেন তাঁদের মাসিক কিস্তির হার আরও বেড়ে যাবে। ভারতের বৃহত্তম অর্থ ঋণদাতার ওয়েবসাইট অনুযায়ী, ১৫ অক্টোবর ২০২২ থেকে নয়া সুদের হার কার্যকর হবে। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
2/5ওয়েবসাইট অনুসারে, ওভারনাইট থেকে তিন মাসের ক্ষেত্রে হার ৭.৩৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৬০ শতাংশ করা হয়েছে। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
3/5অন্যদিকে, ছয় মাসের ঋণের হার ৭.৯০ শতাংশ করা হয়েছে। এক বছরের MCLR হার ৭.৭০ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৯৫ শতাংশ করা হয়েছে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
4/5দুই বছরের ক্ষেত্রে ঋণে সুদের হার ৭.৯০ শতাংশ থেকে বাড়িয়ে ৮.১৫ শতাংশ করা হয়েছে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (REUTERS)
5/5একইভাবে তিন বছরের মেয়াদে সুদের হার ৮ শতাংশ থেকে বাড়িয়ে ৮.২৫ শতাংশ করা হয়েছে। ফাইল ছবি : মিন্ট (REUTERS)