বর্তমানে সাইবার অপরাধ বেড়েই চলেছে। সাইবার অপরাধ নিয়ে এর আগেও আশঙ্কা প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই এর বিরুদ্ধে লড়াই করার জন্য কেন্দ্রের কাছে সহযোগিতা চাইল রাজ্যগুলি। হরিয়ানার সুরজকুণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে দুদিনের চিন্তন বৈঠকে এমনই আর্জি জানিয়েছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এছাড়াও আরও বিভিন্ন বিষয়ে কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছে রাজ্যগুলি। আধা-সামরিক বাহিনী মোতায়েনের ক্ষেত্রে কেন্দ্রের কাছে ফি মুকুব এবং নতুন থানা নির্মাণে তহবিলের জন্য রাজ্যগুলি কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে।
নবান্নে স্বরাষ্ট্রমন্ত্রী–মুখ্যমন্ত্রীর পৃথক বৈঠক কি হচ্ছে? সম্ভাবনা তুঙ্গে
সুরজকুণ্ডে চিন্তন বৈঠকে যোগ দিয়েছিলেন পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, অসম, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরাখণ্ড এবং কেরল সহ বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ প্রধানরা। ঝাড়খণ্ডের অর্থমন্ত্রী রামেশ্বর ওরাওঁ সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশেষ কেন্দ্রীয় সহায়তার অংশ হিসাবে অতিরিক্ত তহবিলের আর্জি জানিয়েছেন। তিনি বলেন, সাইবার অপরাধ বেড়ে চলেছে। এই অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সচেতনতামূলক প্রচার চালানোর পাশাপাশি ব্যয়বহুল সরঞ্জাম ও পরিকাঠামো প্রয়োজন। এর জন্য কেন্দ্রের সহযোগিতা দরকার।’
বৈঠকের সময়, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্যে নতুন থানা, পুলিশ ফাঁড়ি এবং পুলিশ কর্মীদের বাসস্থান নির্মাণের জন্য কেন্দ্রের কাছে ৭৫০ কোটি টাকা সাহায্য চেয়েছেন। তিনি জানান, রাজ্যে যে সমস্ত এলাকায় পর্যটকদের সংখ্যা বেড়েছে সেখানে চলতি মাসে ৬টি নতুন থানা এবং ২০টি নতুন পুলিশ ফাঁড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এর জন্যও তিনি আর্থিক সাহায্য চেয়েছেন। এছাড়াও দুর্যোগ মোকাবিলায় তিনি কেন্দ্রের কাছে একটি হেলিকপ্টার চেয়েছেন।
অন্যদিকে, কেন্দ্রীয় সশস্ত্র আধাসামরিক বাহিনী মোতায়েনের জন্য ফি মুকুব করার জন্য কেন্দ্রকে অনুরোধ করেছেন ওড়িশার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তুষারকান্তি বেহেরা। পাশাপাশি ওড়িশা-ছত্তিশগড় সীমান্তে নতুন আধাসামরিক ক্যাম্পের জন্যও কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন তিনি।