সূর্যের প্রখর রোদে বসে লাস্যময়ী। গরমে শরীর জুড়ে বিন্দু বিন্দু ঘাম। আর সেই ঘামেই লাখ লাখ টাকা আয়।
খেই হারিয়ে গেল? ব্যাপারটা একটু খোলসা করা যাক
যৌনতার জগতে 'ফেটিশে'-র অভাব নেই। প্রত্যেকেরই পছন্দ আলাদা। তেমনই এক আজব ফেটিশ হল 'ঘাম'। হ্যাঁ, সুন্দরীর শরীরের ঘামের জন্য হাজার, এমনকী লাখ টাকা পর্যন্ত দিতে প্রস্তুত কেউ কেউ। এই ঘাম দিয়ে তাঁরা কী করেন, তা অবশ্য অজানা।
নিউ ইয়র্কের স্টেফানি ম্যাটো নামের এক তরুণীর পেশা বলতে এটাই। প্রতিদিন ঘামেন। আর সেই ঘাম বোতলে ভরে ভরে অনলাইনে বিক্রি করেন। এক বোতল ঘামের দামই ৫০০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৮,৭৮৬ টাকা! কোনও কোনওদিন প্রায় ১০ বোতল পর্যন্ত বিক্রি করেন তিনি।
'অনলি ফ্যান্স' ওয়েবসাইটে মোটা টাকার বিনিময়ে প্রাপ্তবয়স্কদের জন্য যৌন আবেদনময়ী ভিডিয়ো বানান স্টেফানি। মার্কিন মুলুকে যা এখন বেশ কমন ব্যাপার। সেই অনলি ফ্যানসের দৌলতে অনলাইনে বেশ জনপ্রিয় তিনি। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই ঘাম বিক্রি করছেন স্টেফানি।
মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা তো শুনেছেন। বুকের ঘাম বোতলে ভরে বিক্রি করে রোজগারের কথা শুনেছেন কখনও?