বাংলা নিউজ > ঘরে বাইরে > MP Stepwell collapse: রামনবমীর দিন মন্দিরের একাংশ ধসে দুর্ঘটনা, মৃত ৪, উদ্ধার ১৫, উদ্বেগ অব্যাহত মধ্যপ্রদেশে

MP Stepwell collapse: রামনবমীর দিন মন্দিরের একাংশ ধসে দুর্ঘটনা, মৃত ৪, উদ্ধার ১৫, উদ্বেগ অব্যাহত মধ্যপ্রদেশে

মন্দিরে কুয়ো ভেঙে দুর্ঘটনা।

জানা গিয়েছে, মন্দিরের ভিতরে স্নানের জন্য ব্যবহৃত কুয়ো ধসে দুর্ঘটনা ঘটে। সেখানে অনেকে আটকে পড়েছেন বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধারের কাজ শুরু করেছে।

রামনবমীর দিন এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল মধ্যপ্রদেশে। সেখানে এক মন্দিরের ভিতরে এক কুয়ো ধসে দুর্ঘটনা ঘটে। মন্দিরের ছাদ ধসে ওই কুয়োয় পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে যায়। সেখানে অনেকে আটকে পড়েছেন বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধারের কাজ শুরু করে। জানা গিয়েছে, ঘটনার জেরে ১১ জনের মৃত্যু হয়েছে। 

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের বেলেশ্বর মহাদেবের ঝুলেলাল মন্দিরে এই দুর্ঘটনা ঘটেছে। মন্দিরের ছাদ ধসে পড়ে যাওয়া মানুষের সংখ্যা ২৫। মন্দিরের ভিতর ৪০ ফুট কুয়ো ধসে পড়ে এই বিপত্তি। জানা গিয়েছে, রামনবমী উপলক্ষ্যে এক পুজোর আয়োজন হয় মন্দিরে। সেখানে প্রবল ভক্ত সমাগম হয়। সেই সময়ই ওই কুয়োর ছাদ ধসে যায়। তখনই ঘটে দুর্ঘটনা।  প্রাথমিকভাবে জানা গিয়েছে ১৫ জনকে উদ্ধার করা গিয়েছে। এই ১৫ জনই ঘটনায় আহত হন। তবে আহতদের মধ্যে থেকে মৃতের সংখ্যা উঠে আসে। জানা গিয়েছে, ওই ছাদের ওপর বসে থাকা মানুষের সংখ্যা বেশি থাকায় , চাপে পড়ে ভেঙে যায় ওই অংশ। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। দড়ি দিয়ে উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়। গোটা ঘটনায় তথ্য পৌঁছেছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে। তিনি সমস্ত তথ্য সম্পর্কে জেনে স্থানীয় প্রশাসনকে সত্ত্বর উদ্ধার কাজের গতি বাড়ানোর জন্য আবেদন করেন। ইন্দোরের কমিশনারের সঙ্গে তিনি ফোনে কথা বলেন বলেও জানা গিয়েছে।

( 'সনাতনের কোনও সার্টিফিকেটের প্রয়োজন নেই', ধর্মীয় সভা থেকে বার্তা ভাগবতের)

বৃহস্পতিবারের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এখনও ৭ জনকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে এএনআইয়ের মারফৎ। সূত্রের মারফৎ জানা যাচ্ছে,  ওই কুয়োর ছাদের অংশে ২৫ জন বসেছিলেন। সেই সময়ই এই বিপত্তি ঘটে যায়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন