বিশ্বকল্য়াণ পুরকায়স্থ
অসম পুলিশের টাস্ক ফোর্স অপর একজন সন্দেহজনক ইসলামিক কট্টরপন্থীকে গ্রেফতার করেছে। তার সঙ্গে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের যোগ রয়েছে বলে খবর। অসমের ধুবরি জেলা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। মঙ্গলবার আধিকারিকরা একথা জানিয়েছেন।
চারদিনে এটা দ্বিতীয় গ্রেফতার। এসটিএফের আইজি পার্থসারথী মোহন্ত জানিয়েছেন, অপারেশন প্রঘাতের আওতায় একাধিক গ্রেফতার করা হয়েছে। অসম ও প্রতিবেশী রাজ্য থেকে এই গ্রেফতার করা হয়েছে।
এই ব্যক্তির নাম আজবর রহমান( ৩১)। তিনি ধুবরির বিলাসীপাড়া এলাকার বাসিন্দা। শনিবার জাহির আলি নামে অপর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।
গোয়েন্দা এজেন্সি থেকে ইনপুট পাওয়ার পরে গত মাসে এই অভিযানের সূচনা করা হয়েছিল। একটি মামলা রুজু করা হয়। তারই আওতায় একাধিক জেহাদিকে গ্রেফতার করা হয়েছে।
তাঁর মতে, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন গত বছর নভেম্বর মাসে বাংলাদেশ থেকে এক সদস্যকে পাঠিয়ে স্লিপার সেলকে সক্রিয় করার চেষ্টা করছিল। সে অসমে কাজ করছিল।
কেরল থেকে বাংলাদেশি সাদ রাদিকে গ্রেফতার করা হয়েছিল। এরপর অসম ও বাংলা উভয় রাজ্য থেকেই একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। জানিয়েছেন এসটিএফের আইজি পার্থসারথী মোহন্ত।
তিনি জানিয়েছেন, প্রচুর অস্ত্র,বিস্ফোরক সহ নানা ধরনের সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের কাছ থেকে কিছু নথি ও কয়েকটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
গত ১ জানুয়ারি অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছিলেন এসটিএফ অপারেশনের মাধ্য়মে , অসম পুলিশ একটা জেহাদি চক্রের পর্দাফাঁস করেছে।আর সেই অপারেশন চলছে।