BSE-র অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, BSE (Bombay Stock Exchange) এবং NSE (ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ)-তে ট্রেডিং বুধবার অর্থাৎ, ২৬ অক্টোবর ২০২২-এ সম্পূর্ণ সেশনের জন্যই বন্ধ থাকবে।
1/6দীপাবলির বালি প্রতিপদ উপলক্ষে বুধবার ভারতীয় স্টক মার্কেট বন্ধ থাকছে। তাই এই দিন কোনও লেনদেন হবে না। BSE-র অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, BSE (Bombay Stock Exchange) এবং NSE (ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ)-তে ট্রেডিং বুধবার অর্থাৎ, ২৬ অক্টোবর ২০২২-এ সম্পূর্ণ সেশনের জন্যই বন্ধ থাকবে। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/6৩BSE-র অফিসিয়াল ওয়েবসাইটে ২০২২-এ স্টক মার্কেটে ছুটির তালিকা অনুযায়ী, এদিন ইক্যুইটি সেগমেন্ট, ইক্যুইটি ডেরিভেটিভ সেগমেন্ট এবং SLB সেগমেন্টে কোনও কাজ হবে না। এদিকে, কারেন্সি ডেরিভেটিভস সেগমেন্ট এবং ইন্টারেস্ট রেট ডেরিভেটিভস সেগমেন্টের ট্রেডিংও আজ স্থগিত থাকবে। ফাইল ছবি : পিটিআই (PTI)
3/6কমোডিটি সেগমেন্টে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ট্রেডিং তিনটি স্টক মার্কেট এদিন প্রথমার্ধে বন্ধ থাকবে। ২৬ অক্টোবর, ২০২২-এ বিকেল ৫টা (সন্ধ্যার সেশন) থেকে দ্বিতীয়ার্ধে ট্রেডিং করা যাবে। ফাইল ছবি : রয়টার্স (PTI)
4/6BSE এবং NSE-তে 2022-এ ট্রেডিং এরপর ফের আগামী ৮ নভেম্বর ২০২২-এ ছুটি থাকবে। এটি চলতি বছরের শেষ ছুটিও বটে। বিএসই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সেই দিন স্টক মার্কেটের ছুটিতে 'ইক্যুইটি সেগমেন্ট, ইক্যুইটি ডেরিভেটিভ সেগমেন্ট এবং এসএলবি সেগমেন্টে কোনও কাজ হবে না।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (PTI)
5/6প্রসঙ্গত, এশিয়া জুড়ে দুর্বল বাজার এবং মিশ্র প্রবণতার কারণে মঙ্গলবার ইক্যুইটি বেঞ্চমার্কগুলি হ্রাস পেয়ে বাজার ক্লোজ হয়েছে। বিএসই বেঞ্চমার্ক প্রাথমিক পর্যায়ে চড়লেও, পরে সেই পতনই হয়েছে। 287.7 পয়েন্ট কমে 59,543.9-এ ক্লোজ হয়েছে। একইভাবে, NSE নিফটি 0.4% কমে 17,656-এ ক্লোজ হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (PTI)
6/6মঙ্গলবার মার্কিন ডলারের প্রেক্ষিতে রুপি ৭ পয়সা বৃদ্ধি পেয়ে ৮২.৮১ টাকায় ক্লোজ হয়েছে। অপরিশোধিত তেলের দাম কিছুটা হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীদের মনোভাব চাঙ্গা হয়েছে বলে মনে করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (PTI)